Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

richa ghosh and dipti sharma

বাংলা ও ভারতীয় ক্রিকেটের গর্ব রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে বিশেষ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়ের পর বাংলার দুই প্রতিনিধি হিসেবে তাঁদের অবদানকে সম্মান জানাতে চায় লাল-হলুদ শিবির।

মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “ইস্টবেঙ্গল ক্লাব ভারতের ঐতিহাসিক বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের দুই গর্বিত সদস্যা রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে তাঁদের অসাধারণ পারফরম্যান্স ও দেশকে গর্বিত করার জন্য।”

ক্লাবের সভাপতি এম.এল. লোহিয়া দুই ক্রিকেটারকেই আনুষ্ঠানিক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও দেশ-বিদেশের কোটি কোটি সমর্থকের পক্ষ থেকে তাঁদের ঐতিহাসিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হচ্ছে। খুব শীঘ্রই তাঁদের সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হবে।”

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে। ছোটবেলা থেকেই বাংলার হয়ে ক্রিকেট খেলেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ও দ্রুত উইকেটকিপিংয়ের পারফরম্যান্স ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছে।

অন্যদিকে, অলরাউন্ডার দীপ্তি শর্মা, যিনি মূলত উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা হলেও, বহু বছর ধরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। ফলে কলকাতা ময়দানের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর বল ও ব্যাট—দু’দিকেই পারফরম্যান্স ভারতের জয়কে সুদৃঢ় করেছে।

ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, “বাংলা তথা ভারতের সম্মান বৃদ্ধিতে এই দুই ক্রিকেটারের ভূমিকা অবিস্মরণীয়। তাঁদের সাফল্য বাংলার মেয়েদের ক্রিকেটে নতুন প্রেরণা জোগাবে।”

ক্লাবের তরফে রিচা ও দীপ্তির সংবর্ধনা হবে লাল-হলুদ ঐতিহ্যের প্রতীকী অনুষ্ঠানে, যেখানে উপস্থিত থাকবেন ক্লাবের প্রাক্তন ক্রীড়াবিদ, কর্মকর্তারা এবং বিশিষ্ট ব্যক্তিত্বেরা।

আরও পড়ুন: বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version