খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা ক্রিকেট দল। তাদের এই অভাবনীয় সাফল্যে অভিভূত ভারতবাসী। শুভেচ্ছা-অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছে হরমনপ্রীত কৌরের দল। বাদ যাননি পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনিও ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।

বিরল দৃশ্য। মহিলাদের ক্রিকেট খেলা দেখায় মগ্ন।
এক বিবৃতিতে ক্রীড়ামন্ত্রী বলেছেন, “ইতিহাস সৃষ্টি করে বিশ্বসেরা মহিলা ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বজয়ী ভারতের মেয়েরা। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের সকল খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ ও কর্মকর্তাদের জানাই অভিনন্দন। অনবদ্য অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য দীপ্তি শর্মাকেও জানাই আন্তরিক অভিনন্দন, একইসঙ্গে অভিনন্দন জানাই বাংলার মেয়ে রিচা ঘোষকেও ফাইনালে বিধ্বংসী একটা ইনিংস উপহার দেওয়ার জন্য।”
কলকাতার আকাশে চলল বাজির ফুলঝুরি।
ফাইনালে দক্ষিণ আফ্রিকা টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা (৪৫) ও শেফালি বর্মা (৮৭)-এর শতরানের জুটি দলকে শুরুতে মজবুত ভিত দেয়। এরপর জেমিমা রড্রিগুয়েজ (২৪), হরমনপ্রীত কৌর (২০) ও দীপ্তি শর্মার (৫৮) ইনিংসে স্কোর পৌঁছোয় ২৯৮/৭-এ। শেষের দিকে রিচার ঝোড়ো ব্যাটিংয়ে ইনিংস পায় গতি। লরা উলভার্টের শতরান সত্ত্বেও জয়ের লক্ষ্যমাত্রা থেকে ৫২ রান দূরে থেকে যায় দক্ষিণ আফ্রিকা।
ছবি: রাজীব বসু
আরও পড়ুন
বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার