Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

England win

মহিলাদের বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল ইংল্যান্ড। শনিবার কলম্বোয় তারা শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আধিপত্য বিস্তার করে। ম্যাচের নায়ক ন্যাট শিভার-ব্রান্ট এবং সোফি একলেস্টোন — একজনের ব্যাটে শতরান, অন্যজনের হাতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন ধসে পড়ল।

শ্রীলঙ্কা টসে জিতে আগে বোলিং নেয়। ইংল্যান্ডের শুরুটা ধীর হলেও স্থির। পাওয়ার প্লে-র মধ্যে অ্যামি জোন্স (১১) ও ট্যামি বিউমন্ট (৩২) আউট হন, ফলে রানের গতি মন্থর হয়ে যায়। তবে অধিনায়ক হিদার নাইট (২৯) এবং শিভার-ব্রান্ট মিলে গড়েন ৬০ রানের জুটি। এরপর সোফিয়া ডাঙ্কলে (১৮), এমা ল্যাম্ব (১৩) ও চার্লি ডিনের (১৯)-এর সঙ্গে ছোট ছোট পার্টনারশিপে ইনিংসকে বড় করে তোলেন শিভার-ব্রান্ট।

শেষ পর্যন্ত ১১৭ বলে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ন্যাট শিভার-ব্রান্ট। তাঁর ব্যাট থেকে আসে ৯টি চার ও ২টি ছক্কা। বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম শতরান, আর এক দিনের ক্রিকেটে দশম। শ্রীলঙ্কার প্রবোধানি তিন রানের সময় তাঁর ক্যাচ ফেলেছিলেন, যা দিনের শেষে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫৩/৯-এ। শ্রীলঙ্কার পক্ষে সেরা বোলার ইনোকা রণবীরা (৩/৩৩)।

বোলিংয়ে ইংল্যান্ডের দাপট

কলম্বোর মন্থর পিচে ইংল্যান্ডের স্পিনাররা শ্রীলঙ্কাকে দমিয়ে দেন। ওপেনার হাসিনি পেরেরা (৩৫) কিছুটা লড়লেও বাকিদের কেউই দাঁড়াতে পারেননি।

সোফি একলেস্টোন ছিলেন সম্পূর্ণ বিধ্বংসী। তাঁর প্রথম ৭ ওভারেই ফিগার দাঁড়ায় ৩ মেডেন, ৬ রান ও ৪ উইকেট! শেষ পর্যন্ত ১০ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া ২টি করে উইকেট পান ন্যাট শিভার-ব্রান্ট ও চার্লি ডিন।

শ্রীলঙ্কার ইনিংস থামে মাত্র ১৬৪ রানে।

এই জয়ের ফলে ইংল্যান্ড তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল। টিমের ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ড এখন স্পষ্টতই চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার।

আরও পড়ুন 

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version