Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

এ দিনের ম্যাচের পর ৩টি করে ম্যাচ খেলে ২টি করে পয়েন্ট সংগ্রহ করে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ নেট রানরেটের থাকল পঞ্চম ও ষষ্ঠ স্থানে।

জিতল নিউজিল্যান্ড। ছবি ICC 'X' থেকে নেওয়া।

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০)

বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার) (ফাহিমা খাতুন ৩৪, জেস কের ৩-২১, লি তাহুহবু ৩-২২)

গুয়াহাটি: একই ঘটনা আবার ঘটল। বিপক্ষকে চাপে ফেলে দিয়েও তার সুবিধা নিতে পারল না বাংলাদেশ। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ৩টি উইকেট মাত্র ৩৮ রানের মধ্যে ফেলেও দিয়েও কম রানে বেঁধে রাখতে পারল না তাদের। শেষ পর্যন্ত কিউয়িরা পৌঁছে গেল ২২৭ রানে। আর ব্যাটারদের ব্যর্থতায় জয়ের লক্ষ্যমাত্রার কাছাকাছিও পৌঁছোতে পারল না বাংলাদেশ। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ১০০ রানে হেরে গেল বাংলাদেশ।

৩৮-৩ থেকে কিউয়িরা গেল ২২৭-এ

শুক্রবার গুয়াহাটির বার্ষাপারা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয়  নিউজিল্যান্ড। কিন্তু শুরুটা ভাল হয়নি তাদের। দলের প্রথম উইকেট ৩৫ রানে পড়ে যাওয়ার পর আর মাত্র তিন রান যোগ হতেই আরও দুটি উইকেট পড়ে যায়। তিন রানের ব্যবধানে পর পর ফিরে যান জর্জিয়া প্লিমার (১৮ বলে ৪ রান), সুজি বেটস (৩৩ বলে ২৯ রান) এবং অ্যামেলিয়া কের (১০ বলে ১ রান)। এই বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন অধিনায়ক সোফি ডিভাইন এবং ব্রুক হ্যালিডে। চতুর্থ উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ১১২ রান। দলের ১৫০ রানে হ্যালিডে (১০৪ বলে ৬৯ রান) এবং ১৭৯ রানে ডিভাইন (৮৫ বলে ৬৩ রান) ফিরে যাওয়ার পর কিউয়ি তাদের ইনিংসে আরও ৪৮ রান যোগ করে। বিনিময়ে হারায় আরও ৪টি উইকেট।

‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন ব্রুক হ্যালিডে। ছবি এক্স থেকে নেওয়া।

ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্যমাত্রার ধারেকাছে নয়  

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছিল ২২৮ রান। খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু বিশ্বকাপে প্রতিটি ম্যাচে বাংলাদেশ যে সমস্যায় পড়ছে, এ দিনও তা-ই হল। চাপের মুখে ভেঙে পড়ল তাদের ব্যাটিং। মাত্র ৩৩ রানের মধ্যে তারা হারাল ছ’-ছ’টা উইকেট। দলের প্রথম ৭ ব্যাটারদের মধ্যে ৬ জনই দু’অঙ্কের রানে পৌঁছোতে পারেননি। এঁদের রানের পরিসংখ্যানটা একবার দেখে নেওয়া যাক – রুবিয়া হায়দার (৪), শারমিন আক্তার (৩), অধিনায়ক নাইগার সুলতানা (৪), শোভনা মোস্তারি (২) সুমাইয়া আক্তার (১) এবং শোর্না আক্তার (১)।

এর পরেও যে বাংলাদেশ ১২৭ রানে পৌঁছোল, তার পিছনে রয়েছে তিনটি কারণ – এক, সপ্তম উইকেটে ফাহিমা খাতুন এবং নাহিদা আক্তারের (৩২ বলে ১৭ রান) জুটিতে ৩৩ রান; দুই, অষ্টম উইকেটে ফাহিমা আর রাবেয়া খানের (৩৯ বলে ২৫ রান) জুটিতে ৪৪ রান এবং তিন, নিউজিল্যান্ডের দেওয়া অতিরিক্ত ৩০ রান। ৮০ বলে ৩৪ রান করে ফাহিমা বিদায় নিতেই বাংলাদেশের ইনিংস শেষ হয় ১২৭ রানে। নিউজিল্যান্ডের জেস কের এবং লি তাহুহু ৩টি করে উইকেট দখল করেন। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন ব্রুক হ্যালিডে। এ দিনের ম্যাচের পর ৩টি করে ম্যাচ খেলে ২টি করে পয়েন্ট সংগ্রহ করে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ নেট রানরেটের থাকল পঞ্চম ও ষষ্ঠ স্থানে।

আরও পড়ুন 

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: বাংলার রিচার দুরন্ত লড়াই ব্যর্থ, প্রোটিয়াদের জয় এল ক্লার্কের ব্যাট থেকে 

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: মুনির শত রান, কিং-এর অর্ধশত রান, গার্থের বল ইতিহাস রচনা করতে দিল না পাকিস্তানকে

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: তাজমিন ব্রিট্‌সের বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন করল সাউথ আফ্রিকা 

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: রবিবারে আবার পাকিস্তানকে হারাল ভারত, আপাতত লিগ টেবিলের শীর্ষে  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version