Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: প্রতিকা ও স্মৃতির শতরানের সুবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: প্রতিকা ও স্মৃতির শতরানের সুবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে ভারত   

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসাবে হরমনপ্রীত কৌরেরা জায়গা করে নিলেন শেষ চারে।

জয়ের আনন্দে উচ্ছ্বসিত ভারতীয় দল। ছবি BCCI Women 'X' থেকে নেওয়া।

ভারত: ৩৪০-৩ (প্রতিকা রাওয়াল ১২২, স্মৃতি মন্ধানা ১০৯, জেমিমা রড্রিগুয়েজ ৭৬ অপরাজিত, সুজি বেটস ১-৪০)

নিউজিল্যান্ড: ২৭১-৮ (৪৪ ওভার) (ব্রুক হ্যালিডে ৮১, ইজাবেলা গেজ ৬৫ অপরাজিত, রেণুকা সিংহ ২-২৫, ক্রান্তি গৌড় ২-৪৮)  

খবর অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডকে হারিয়ে মহিলাদের একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসাবে হরমনপ্রীত কৌরেরা জায়গা করে নিলেন। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিউয়িদের ৫৩ রানে (ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে) হারাল ভারত। ৪৯ ওভারে ভারত ৩ উইকেটে ৩৪০ রান তোলার পর নিউজিল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫ রান। কিন্তু নির্ধারিত ওভারে তারা করে ৮ উইকেটে ২৭১ রান। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন স্মৃতি মন্ধানা।

লিগ স্তরে বৃহস্পতিবারের খেলাটি দুটি দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ ছিল। মহিলাদের একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে প্রতিপক্ষকে হারাতেই হবে। এই পরিস্থিতিতে খেলতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠলেন দুই ওপেনার স্মৃতি মন্ধানা, প্রতিকা রাওয়াল। তাঁদের শতরানের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হরমনপ্রীত কৌরের দল করে ৪৮ ওভারে ২ উইকেটে ৩২৯ রান। এর পর বৃষ্টির জন্য খেলা বন্ধ রাখতে হয়। বৃষ্টি থামলে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন ম্যাচ হবে ৪৯ ওভারের। শেষ পর্যন্ত ৪৯ ওভারে ভারত করে ৩ উইকেটে ৩৪০ রান।

ভারতের মহিলা দলের একজন ব্যাটারও এ বারের বিশ্বকাপে শতরান করতে পারেননি। এই নিয়ে সমালোচনায় বিদ্ধ হচ্ছিল দল। বৃহস্পতিবার মাঠে নেমে সেই সমালোচনার জবাব দিলেন মন্ধানা এবং প্রতিকা। এ দিনের ৩৪০ রান মহিলাদের একদিনের বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রান।

‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন স্মৃতি মন্ধানা। ছবি BCCI Women ‘X’ থেকে নেওয়া।

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় কিউয়িরা

নবি মুম্বইয়ের ড. ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগালেন মন্ধানা এবং প্রতিকা। প্রথম উইকেটের জুটিতে তাঁরা তুললেন ২১২ রান। মন্ধানা করলেন ৯৫ বলে ১০৯ রান, ১০টি চার এবং ৪টি ছক্কা সহযোগে।

মন্ধানা যখন আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন তখন অন্য প্রান্ত আগলে রেখেছিলেন প্রতিকা। তবে সহ-অধিনায়ক আউট হওয়ার পর প্রতিকাও আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি। তাঁর ব্যাট থেকে এল ১৩৪ বলে ১২২ রান। ১৩টি চার এবং ২টি ছয়। তিন নম্বরে নেমে রান তোলার গতি বজায় রাখলেন জেমিমা রড্রিগুয়েজ। প্রতিকা আউট হওয়ার পরে অধিনায়ক হরমনপ্রীত ১১ বলে ১০ রান করে আউট হন। জেমিমার সঙ্গে জুটি বাঁধেন বাংলার রিচা ঘোষ। শেষ পর্যন্ত জেমিমা ৫৫ বলে ৭৬ রান এবং রিচা ঘোষ ১ বলে ৪ রান করে নট আউট থাকেন।

জয়ের আর-এক কান্ডারি প্রতিকা রাওয়াল। ছবি BCCI Women ‘X’ থেকে নেওয়া।

ব্যাট হাতে সফল হ্যালিডে আর গেজ

ভারতের ইনিংস শেষ হওয়ার পর আরও এক দফা বৃষ্টি নামে। ফলে ওভারসংখ্যা কমিয়ে ৪৪ করা হয় এবং জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩২৫। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে কিউয়িদের। দ্বিতীয় উইকেটে ৫০ রান, চতুর্থ উইকেটে ৫৬ রান এবং ষষ্ঠ উইকেটে ৭২ রান ছাড়া বড়ো জুটি তৈরি হয়নি। ব্যাটে একমাত্র সফল হলেন ব্রুক হ্যালিডে (৮৪ বলে ৮১ রান) এবং ইজাবেলা গেজ (৫১ বলে ৬৫ অপরাজিত)। তাঁরা অন্য কোনো ব্যাটারের কাছ থেকে তেমন সাহায্য পেলেন না।  

এ দিন ভারতের পক্ষে সফলতম বোলার রেণুকা সিংহ ঠাকুর। তিনি ২৫ রানে ২ উইকেট নিয়েছেন। ৪৮ রানে ২ উইকেট ক্রান্তি গৌড়ের। বাকি ৪টি উইকেট ভাগাভাগি করে নিলেন প্রতিকা, দীপ্তি শর্মা, শ্রী চরনি এবং স্নেহ রানা।

আরও পড়ুন

রোহিত রানে ফিরলেন, কোহলির ঝুলি শূন্যই, দ্বিতীয় ম্যাচও হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খোয়ালেন শুভমনরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version