Home খেলাধুলো ক্রিকেট অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একদিনের ম্যাচেই নাস্তানাবুদ শুভমন গিলেরা

অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একদিনের ম্যাচেই নাস্তানাবুদ শুভমন গিলেরা

বিরাট ও রোহিত। ফাইল ছবি

ভারত: ১৩৬-৯ (২৬ ওভার) (কে এল রাহুল ৩৬, অক্ষর পটেল ৩১, জোশ হ্যাজলউড ২-২০, মিচেল ওয়েন ২-২০)
অস্ট্রেলিয়া: ১৩১-৩ (২১.১ওভার) (মিচেল মার্শ ৪৬ অপরাজিত, জোশ ফিলিপ ৩৭, ওয়াশিংটন সুন্দর ১-১৪)

খবর অনলাইন ডেস্ক: একদিনের ম্যাচে অধিনায়ক হিসাবে শুরুটা ভালো হল না শুভমন গিলের। অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পার্থে ৭ উইকেটে ধরাশায়ী হলেন গিলেরা।

খারাপ আবহাওয়ার জন্য ম্যাচ নামিয়ে আনা হয় ২৬ ওভারে। প্রথমে ব্যাট করে ভারত করে ৯ উইকেটে ১৩৬ রান। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের আসরে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ হলেন। কে এল রাহুল আর অক্ষর পটেলের ব্যাটে সামান্য যা রান এল। বাকি সব ব্যাটার ব্যর্থ, এমনকি অধিনায়ক স্বয়ং। ডি এল পদ্ধতি অনুসারে অস্ট্রলিয়ার জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় নির্ধারিত ২৬ ওভারে ১৩১ রান। অস্ট্রেলিয়া ২১.১ ওভারে সেই রান তুলে নেয়। ৫২ বলে ৪৬ রান করে নট আউট থেকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন মিচেল মার্শ।

রবিবার সকাল থেকেই পার্থের আবহাওয়া ছিল মেঘলা। ফলে টস ছিল গুরুত্বপূর্ণ। টসে আরও এক বার হারলেন শুভমন। স্বাভাবিক ভাবেই টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া। নিয়মিত ব্যবধানে ভারতের উইকেট পড়তে থাকে। ৮ রানের মাথায় জোশ হ্যাজলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত। আর কোহলি তো খাতাই খুলতে পারলেন না। সেই পুরনো রোগ। মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ব্যর্থ হলেন। পয়েন্টে ক্যাচ ধরলেন কুপার কোনোলি।

দুই উইকেট পড়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। খেলা শুরু হওয়ার পর আউট হন শুভমন। ১০ রান করে লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন। একই ভাবে আউট হন শ্রেয়স আয়ার ১১ রান করে। চার উইকেট পড়ার পর বৃষ্টির জন্য খেলা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ফলে খেলা কমে দাঁড়ায় ৩২ ওভারে এবং পরে আরও কমে হয় ২৬ ওভার।

বৃষ্টির পরে খেলা শুরু হলে অক্ষর পটেল ও লোকেশ রাহুল আপ্রাণ চেষ্টা করেন দ্রুত রান তোলার এবং দলের রান ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার। তাঁদের ব্যাটে ১০০ পার হয় ভারতের। শেষ দিকে নীতীশ রেড্ডির ১৯ রান ভারতকে ১৩৬ রানে নিয়ে যায়। কিন্তু ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের রান হয় ১৩০। অস্ট্রেলিয়ার হ্যাজলউড, মিচেল ওয়েন ও ম্যাথু কুহনেমান ২টি করে উইকেট নেন।

লক্ষ্য খুব একটা বেশি ছিল না। সেই লক্ষ্যে সহজেই পৌঁছে গেল অস্ট্রেলিয়া। অন্যতম ওপেনার ট্র্যাভিস হেড প্রথম ওভারেই দু’টি চার মারেন। কিন্তু পরের ওভারে অর্শদীপ সিংহের বলে বড় শট মারতে গিয়ে আউট হন তিনি। তিন নম্বরে নেমে ম্যাথু শর্টও বেশি রান পাননি। তাঁকে আউট করেন অক্ষর।

শেষ পর্যন্ত দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক মিচেল মার্শ। পার্থ তাঁর ঘরের মাঠ। জোশ ফিলিপের সঙ্গে জুটি বেঁধে মার্শ দলের রান নিয়ে যান ৯৯-এ। ২৯ বলে ৩৭ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে অর্শদীপকে ক্যাচ দিয়ে ফিরে যান ফিলিপ। মার্শ বাকি কাজ সমাধা করেন ম্যাট রেনশ’র সঙ্গে জুটি বেঁধে। দু’জনে নট আউট থাকেন যথাক্রমে ৪৬ ও ১৯ রানে। ২৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version