Home খবর কলকাতা সকালে পুষ্পাঞ্জলি, কুমারীপুজো এবং সন্ধিপুজো দিয়ে সমাপন হল দুর্গা-অষ্টমীর

সকালে পুষ্পাঞ্জলি, কুমারীপুজো এবং সন্ধিপুজো দিয়ে সমাপন হল দুর্গা-অষ্টমীর

মহাষ্টমীর দিন ঠাকুর দেখতে যা ভিড় হয়, তা পুজোর সব ক’টা দিনকে ছাপিয়ে যায়। মহানগরী কলকাতায় মঙ্গলবারও ব্যতিক্রম হল না।

শোভাবাজার রাজবাড়ির দেবীপ্রতিমা। ছবি: রাজীব বসু

খবর অনলাইন ডেস্ক: দুর্গাপূজোয় মহাষ্টমীর একটা বিশেষ তাৎপর্য আছে। পুজোর অন্য দিনগুলিতে না হোক, মহাষ্টমীর দিন সকালে বাঙালির মা দুর্গাকে অঞ্জলি দেওয়া চাই-ই। আবালবৃদ্ধবনিতা অঞ্জলি দেন। তবে একই সঙ্গে এ দিন ঠাকুর দেখতে যা ভিড় হয়, তা পুজোর সব ক’টা দিনকে ছাপিয়ে যায়। মহানগরী কলকাতায় মঙ্গলবারও ব্যতিক্রম হল না। সর্বজনীন পুজো থেকে বনেদি বাড়ি, সর্বত্র দর্শনার্থীদের বাঁধভাঙা ভিড়।

পুষ্পাঞ্জলি দিতে ভিড়। মহাষ্টমীর সকালে দক্ষিণ কলকাতার একটি পূজামণ্ডপে ভিড়। ছবি: রাজীব বসু

মহাষ্টমী তিথির আর-একটি গুরুত্বপূর্ণ প্রথা হল সন্ধিপুজো। দুর্গাপুজোয় অষ্টমী তিথির শেষ এবং নবমী তিথির শুরুর মুহূর্তের পুজো হল সন্ধিপুজো। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিট, মোট ৪৮ মিনিট সময়কালই হল সন্ধিপুজোর সময়।

রামতনু বসু লেনের তরুণ স্পোটিং ক্লাবের সন্ধিপুজো। ছবি: রাজীব বসু

এবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, মঙ্গলবার সন্ধিপুজো শুরু হয় বিকেল ৫টা ৪৩ মিনিটে। বলিদান হয় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে। এবং পুজোর সমাপ্তি ঘটে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটের মধ্যে।

আর গুপ্তপ্রেস পঞ্জিকামতে, মঙ্গলবার সন্ধিপুজো আরম্ভ হয় দুপুর ১টা ২০ মিনিট ১৫ সেকেন্ড গতে। বলিদান হয় দুপুর ১টা ৪৪ মিনিট ১৫ সেকেন্ড এবং সন্ধিপুজা সমাপন ২টো ৮ মিনিট ১৫ সেকেন্ডে।

বেলুড় মঠে কুমারীপূজা। ছবি: রাজীব বসু

মহাষ্টমী তিথির আর-একটি বিশেষ দিক হল কুমারীপুজো। বিভিন্ন বনেদি, মঠ-মন্দির-আশ্রম, এমনকি কিছু সর্বজনীন পুজোতেও কুমারীপুজো অনুষ্ঠিত হয়। তবে এরই মধ্যে বেলুড় মঠের কুমারীপুজো খুবই বিখ্যাত। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারীপুজোর আয়োজন করা হয়। ১৯০১ সালে সারদা মায়ের উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। এবারের কুমারী ৫ বছর ২ মাস বয়সি শ্রীনিকা মুখোপাধ্যায়।

বনেদি বাড়ির পুজো দেখতে ভিড়। শোভাবাজার রাজবাড়িতে। ছবি: রাজীব বসু

এ দিন কলকাতা শহরের সর্বজনীন পূজামণ্ডপগুলিতে যেমন ভিড় উপচে পড়েছিল, তেমনই ভিড় হয়েছিল বনেদি বাড়ির পুজোয়। শুধু কলকাতাই নয়, এই বাংলার বিভিন্ন জেলায়, বিশেষ করে মহানগরীর নিকটবর্তী জেলাগুলিতে বনেদি বাড়ির পুজোয় বেশ ভিড় হয়েছিল। ব্যক্তিগত উদ্যোগে তো বটেই, বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটররাও বিভিন্ন বনেদি বাড়িতে পূজা পরিক্রমার আয়োজন করেন।

হাজরা পার্কের পুজোয় হাজির প্রসেনজিৎ, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ছবি: রাজীব বসু

টলিউডের সেলিব্রিটিদেরও আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার বিভিন্ন সর্বজনীন পুজোয়। মঙ্গলবার তেমনই দেখা গেল হাজরা পার্কের পুজোয়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।

আরও পড়ুন

দুর্গাপুজোয় মহানগরী পরিক্রমা: মহাসপ্তমীর ভিড় ছাপিয়ে গেল ষষ্ঠীকে

দুর্গাপুজোয় মহানগরী পরিক্রমা: চলুন দক্ষিণ থেকে উত্তর হয়ে পুবে  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version