Home খেলাধুলো ক্রিকেট তৃতীয় টেস্টে ৯ উইকেটে হার ভারতের, ডব্লিউটিসি ফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া

তৃতীয় টেস্টে ৯ উইকেটে হার ভারতের, ডব্লিউটিসি ফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া

0

ভারত: ১০৯ (বিরাট ২২, কুনেম্যান ৫/১৬) এবং ১৬৩ (পূজারা ৫৯, লিয়ঁ ৮/৬৪)

অস্ট্রেলিয়া: ১৯৭ (খোয়াজা ৬০, জাদেজা ৪/৭৮) এবং ৭৮-১ (হেড ৪৯, লাবুশেন ২৯)

চার ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। এর আগের দুই টেস্টে জিতে সিরিজে আধিপত্য বজায় রেখেছিল ভারত। তবে শুক্রবার, তৃতীয় টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে ফিরলেন অজিরা। অন্য দিকে, এ দিনের জয়ের পর এ বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া।

ইনদওর টেস্টে ভারতের স্পিন আক্রমণ সামলে কার্যত অনায়াস জয় তুলে নিল অজিরা। আড়াই দিনের মধ্য়েই খেলা শেষ হয়ে গেল। ভারতকে হারিয়ে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে দুই ইনিংসের ব্যাটিং ব্যর্থতা ভারতকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছিল যে, ম্যাচ জিততে হলে শেষদিন অজিদের ৭৫ রানে অল-আউট করতে হতো ভারতকে। সেইমতো শুরুটাও করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ওভারেই উসমান খোয়াজাকে ফিরিয়ে দিয়ে ভারতীয়দের ক্ষীণ আশা দেখিয়েছিলেন তিনি। বেশ কয়েক ওভার ভালো চাপও তৈরি করেছিলেন ভারতীয় স্পিনাররা।

কিন্তু শুরুতে চাপে পড়লেও সেখান থেকে দলকে টেনে তুললেন ট্রাভিস হেড ও মার্নাশ লাবুশেন। প্রথম ১০ ওভার ধরে খেললেন তাঁরা। কোনো ঝুঁকি নেননি। বড় শট খেলার চেষ্টা করেননি। কয়েক ওভার পরই পালটা আক্রমণ করেন হেড এবং লাবুশেন।

তাঁদের আটকাতে সব রকম চেষ্টা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। স্পিন কাজ না করায় পেসারকেও আক্রমণে আনেন। কিন্তু কেউ তাঁকে উইকেট এনে দিতে পারলেন না। শেষ পর্যন্ত মাত্র ওভারে জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ম্যাচ জিতল তারা।

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version