Home বিনোদন শিবপ্রসাদ ও নন্দিতার ছবিতে জুটি বেঁধেছেন মিমি ও আবির

শিবপ্রসাদ ও নন্দিতার ছবিতে জুটি বেঁধেছেন মিমি ও আবির

পুজোয় প্রথমবার আসছে পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতার ছবি, ছবিতে জুটি বাঁধছেন মিমি ও আবির।

প্রত্যেক বার গরমের ছুটিতে সিনেমা রিলিজ করে থাকেন শিবপ্রসাদ-নন্দিতা ৷ কিন্তু এইবার পুজোতে নিয়ে আসছেন নতুন ছবি৷ জুটিও একেবারে নতুন৷ প্রথমবার একে-অপরের বিপরীতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা ৷

শিবপ্রসাদের বক্তব্য, ‘এমন একটা ঘটনা নিয়ে সিনেমা যা গোটা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল। পাশাপাশি দুর্গাপুজোর গন্ধও রয়েছে গল্পে, আর তাই পুজোকে বাদ দিয়ে এই সিনেমার মুক্তি ভাবা অসম্ভব। আবির এবং মিমিকে একসঙ্গে পাওয়া অন্যরকম অভিজ্ঞতা। নতুন জুটি পাচ্ছে টলিউডও।‘

নতুন ছবি প্রসঙ্গে মিমির মন্তব্য, ‘একটা আন্তর্জাতিক মানের গল্প উপহার দিতে চলেছি। এটুকুই বলতে পারি।‘ অন্যদিকে আবিরের কথায়, ‘অনেক সিনেমায় মিমির সঙ্গে অভিনয় করলেও এই প্রথম একে-অপরের বিপরীতে। শুটিংয়ের জন্য মুখিয়ে রয়েছি।‘

জানা গিয়েছে, ১৫ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে। কলকাতা নয়, শহরতলিতেই নাকি ছবির সিংহভাগ দৃশ্য তোলা হবে।

ভিডিও- ইন্সটাগ্রাম।

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version