Home খেলাধুলো ক্রিকেট ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট: রাহুল-ধ্রুব-জাদেজার সেঞ্চুরি, বড়ো স্কোরের দিকে এগিয়ে চলেছেন শুভমনরা...

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট: রাহুল-ধ্রুব-জাদেজার সেঞ্চুরি, বড়ো স্কোরের দিকে এগিয়ে চলেছেন শুভমনরা  

ভারত একদিনে যোগ করল ৩২৭ রান, খোয়াল মাত্র ৩টি উইকেট। রবীন্দ্র জাদেজা ব্যাট করছেন ১০৪ রানে এবং ওয়াশিংটন সুন্দর ৯ রানে।

রাহুলের পরে রানের পাহাড় গড়লেন ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। ছবি BCCI 'X' থেকে নেওয়া।

ওয়েস্ট ইন্ডিজ: ১৬২; ভারত: ৪৪৮-৫ (ধ্রুব জুরেল ১২৫, রবীন্দ্র জাদেজা ১০৪ নট আউট, কে এল রাহুল ১০০, শুভমন গিল ৫০)  

অহমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বল নিয়ে ছেলেখেলা করলেন ভারতীয় ব্যাটাররা। দ্বিতীয় দিনের খেলায় কখনোই মনে হয়নি ক্যারাবিয়ান বোলাররা উইকেট নিতে পারেন। তাঁদের অপেক্ষা করতে হল ভারতীয়দের ভুলের জন্য। সে ভাবেই সারা দিনে মাত্র তিনটি উইকেট তুলল তারা। সারা দিন রাজত্ব করলেন ভারতীয় ব্যাটাররা। চলল পুরোপুরি একপেশে খেলা। দিনের শেষে ভারত করল ৫ উইকেটে ৪৪৮। একদিনে যোগ করল ৩২৭ রান, খোয়াল মাত্র ৩টি উইকেট। রবীন্দ্র জাদেজা ব্যাট করছেন ১০৪ রানে এবং ওয়াশিংটন সুন্দর ৯ রানে।

শুভমনের ৫০, রাহুলের ১০০

শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্টে দ্বিতীয় দিনে ২ উইকেটে ১২১ রান হাতে নিয়ে ব্যাট করতে নামেন লোকেশ রাহুল ও শুভমন গিল। দু’জনে স্বচ্ছন্দে খেলা চালিয়ে যেতে থাকেন। ইনিংসের ৫৭তম ওভারে খ্যারি পিয়ারের চতুর্থ বল লং অফে পাঠিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন অধিনায়ক শুভমন গিল। টেস্ট ক্রিকেটে এটা তাঁর অষ্টম অর্ধশত। সেই ওভারেরই শেষ বলে রাহুল পৌঁছে যান ৮৪-তে। কিন্তু পরের ওভারেই ফিরে যান শুভমন। ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজের ওভারের শেষ বলে প্রথম স্লিপে জাস্টিন গ্রিভ্সকে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমন। দলের রান তখন ১৮৮। রাহুলের সঙ্গী হন উইকেটরক্ষক ধ্রুব জুরেল।

কে এল রাহুলের সেঞ্চুরি। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

সহজেই খেলা চালাতে থাকেন রাহুল-ধ্রুব। স্বাভাবিক ভাবেই রাহুলের লক্ষ্য শতরানে পৌঁছোনো। সেই লক্ষ্যে পৌঁছেও যান তিনি। ইনিংসের ৬৬তম ওভারে চেজের পঞ্চম বল শর্ট মিড উইকেটে ঠেলে এক রান নিয়ে ১০০-য় পৌঁছোন রাহুল। টেস্ট ক্রিকেটে এটি তাঁর একাদশ শত রান। ঘরের মাঠে দ্বিতীয় শতরান। ৩ উইকেটে ২১৮ রান হাতে নিয়ে মধ্যাহ্নভোজে যান রাহুল ও ধ্রুব।

মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হতেই বিদায় নেন রাহুল। জোমেল ওয়ারিকানের বলে গ্রিভ্সকে ক্যাচ দিয়ে ঠিক ১০০ রান করে ফিরে গেলেন রাহুল। ঠিক যেমন ৫০ ছুঁয়েই ফিরে গিয়েছিলেন শুভমন। ধ্রুবের সঙ্গী হন রবীন্দ্র জাদেজা। দলের রান তখন ৪ উইকেটে ২১৮।

টেস্ট ক্রিকেটে ধ্রুবর প্রথম সেঞ্চুরি

মধ্যাহ্নভোজের পর থেকে ধ্রুব আর রবীন্দ্র স্বচ্ছন্দে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। দু’জনেই এগিয়ে চলেন ৫০-এর দিকে। ক্যারিবিয়ান বোলাররা কোনো বেগই দিতে পারেননি দুই ব্যাটারকে। ইনিংসের ৮৪তম ওভারের পঞ্চম বলে গ্রিভ্সকে চার মেরে নিজের ৫০ পূর্ণ করেন ধ্রুব। এর পর ৫০ করেন জাদেজা। ৯৫তম ওভারে ওয়ারিকানের দ্বিতীয় বলে ১ রান নিয়ে ৫০ করেন জাদেজা। চা-পানের বিরতিতে ভারতের রান দাঁড়ায় ৪ উইকেটে ৩২৬। ধ্রুব ৬৮ রানে এবং জাদেজা ৫০ রানে ব্যাট করছেন।

টেস্টে প্রথম শতরান ধ্রুব জুরেলের। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

বিরতির পর আবার শুরু হয় খেলা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের রানের ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। অবশেষে ধ্রুব তাঁর স্বপ্নের সেঞ্চুরিতে পৌঁছোন ইনিংসের ১১৫তম ওভারে। টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি ধ্রুবর। রোস্টন চেজের ওভারের শেষ বলে চার মেরে শতরান পূর্ণ করলেন ধ্রুব। হেলমেট খুলে, আকাশের দিকে তুলে সকলকে অভিবাদন জানালেন ধ্রুব। করলেন স্যালুট। ধ্রুবর বাবা প্রাক্তন সেনাকর্মী। কার্গিল যুদ্ধে যোগ দিয়েছিলেন। ধ্রুব তাই তাঁর সেঞ্চুরি উৎসর্গ করলেন ভারতীয় সেনাকে।

টেস্টে জাদেজার ষষ্ঠ শতরান

এর পর জাদেজার পালা। কিন্তু তার আগেই প্যাভিলিয়নে ফিরে গেলেন ধ্রুব। ১২৫ রান করে পিয়ারের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ধ্রুব। জাদেজার সঙ্গী হলেন ওয়াশিংটন সুন্দর। এর পরেই এল জাদেজার শতরান। ইনিংসের ১২৬তম ওভারে ওয়ারিকানের বল পয়েন্ট-এ ঠেলে দিয়ে ১ রান নিয়ে ১০০-য় পৌঁছোলেন জাদেজা। এ দিনের সেঞ্চুরির পরে টেস্ট ক্রিকেটে জাদেজার শতরানের সংখ্যা দাঁড়াল ৬। দিনের শেষে জাদেজা ১০৪ রানে এবং সুন্দর ৯ রানে নট আউট রয়েছেন।

আরও পড়ুন

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট: সিরাজ-বুমরাহের কেরামতি, চা-এর আগেই গুটিয়ে গেল ক্যারিবিয়ানদের ইনিংস 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version