Home খেলাধুলো ক্রিকেট একটি টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করে নানা নজির গড়লেন ঋষভ পন্থ

একটি টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করে নানা নজির গড়লেন ঋষভ পন্থ

সেঞ্চুরির পরে ঋষভ পন্থ। ছবি BCCI 'X' থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: একটি টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। বিশ্বের তিনিই দ্বিতীয় উইকেটকিপার- ব্যাটার যিনি এই নজির গড়লেন। এই রেকর্ড আর আছে জিম্বাবোয়ের উইকেটেকিপার-ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ারের।

২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি ইনিংসে অ্যান্ডি ফ্লাওয়ার করেন ১৪১ এবং ১৯৯ নট আউট। ২৪ বছর পরে সেই অ্যান্ডিকে ছুঁলেন ভারতের ঋষভ পন্থ। হেডিংলে টেস্টের দুটি ইনিংসে করলেন ১৩৪ ও ১১৮।

নাম তুললেন গাওস্কর-দ্রাবিড়, ব্র্যাডম্যানদের নামের তালিকায়  

একই সঙ্গে ঋষভের নাম ঢুকে গেল সেই ভারতীয় ব্যাটারদের তালিকায় যাঁরা একই টেস্টের দুটি ইনিংসেই সেঞ্চুরি করেছেন। এই তালিকায় রয়েছেন বিজয় হজারে, সুনীল গাওস্কর (দু’ বার করেছেন), রাহুল দ্রাবিড় (তিন বার করেছেন), বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে এবং রোহিত শর্মা। এ বার সেই তালিকায় ঢুকল ঋষভের নাম।

হেডিংলে টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে আর-একটি রেকর্ড গড়েছেন ঋষভ। ক্রিকেটের ইতিহাসে তিনিই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি একটা টেস্ট ম্যাচে ২৫০-এর বেশি রান করলেন। এর আগে এই রেকর্ড ছিল বুধি কুন্দরনের দখলে। ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে ২৩০ রান করেন। ভারতের আর-এক উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিংহ ধোনি চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়াড় বিরুদ্ধে করেছিলেন ২২৪ রান। হেডিংলে টেস্টে ঋষভ করলেন ২৫২ রান।

ইংল্যান্ডে বরাবরই ভালো খেলেন ঋষভ। এখনও পর্যন্ত তাঁর ঝোলায় ৮টি শতরান আছে। তার মধ্যে ৫টিই ইংল্যান্ডের বিরুদ্ধে।

আর-একটি নজির গড়েছেন ঋষভ। ইংল্যান্ডের মাটিতে খেলতে এসে যে সব সফররত ক্রিকেটার টানা পাঁচটা ম্যাচে অর্ধশত রান করেছেন তাঁদের তালিকায়ও নাম তুললেন ঋষভ। সেই তালিকায় প্রথন নাম ডন ব্র্যাডম্যান। এ ছাড়া রয়েছেন হানসি ক্রনিয়ে, শিবনারায়ণ চন্দ্রপল, কুমার সাঙ্গাকারা এবং ড্যারিল মিচেল।

আরও পড়ুন 

ভারত-ইংল্যান্ড ১ম টেস্ট: ২য় ইনিংসেও সেঞ্চুরি ঋষভের, সঙ্গে দোসর রাহুল, বেন স্টোক্সদের জয়ের লক্ষ্যমাত্রা ৩৭১    

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version