গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে উঠেছে। বুধবার গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে অধিনায়ক লরা উলভার্টের দুর্দান্ত ১৬৯ রানের ইনিংসের ওপর ভর করে প্রোটিয়ারা গড়ে ৩১৯/৭ রানের বিশাল ইনিংস।
উলভার্টের ১৪৩ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ৩টি ছয়। ইনিংসের শুরুতে তিনি তাজমিন ব্রিটসের (৪৫) সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি, পরে মারিজান ক্যাপের (৪২) সঙ্গে আরেকটি দৃঢ় পার্টনারশিপ। ইনিংসের ৪৭তম ওভারে লিনসি স্মিথের বলে একাই করেন ২০ রান। এই ইনিংসেই উলভার্ট ছুঁয়েছেন একদিনের ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক। শেষ দিকে ক্লোয়ি ট্রায়নের (২৬ বলে ৩৩ রান নট আউট) দ্রুত রান দক্ষিণ আফ্রিকার স্কোর আরও বাড়িয়ে দেয়।
এর আগে, একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বে মাত্র ৬৯ রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা আজ যেন সম্পূর্ণ ভিন্ন রূপে মাঠে নামে।
৩২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন মারিজান ক্যাপ। দুর্দান্ত বোলিংয়ে তিনি ৫ উইকেট নেন মাত্র ৪৪ রানে। ম্যাচের শুরুতেই অ্যামি জোন্স ও হিদার নাইটকে ফিরিয়ে দেন ক্যাপ এবং তার পর ন্যাট স্কিভার-ব্রান্টের (৭৬ বলে ৬৪ রান) উইকেট নিয়ে শেষ করে দেন করেন ইংল্যান্ডের প্রতিরোধের শেষ আশাটুকুও। ৭.৩ ওভার বাকি থাকতেই ১৯৪ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
এই জয়ে ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল। ফাইনালে অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে তারা।
