Home খেলাধুলো ক্রিকেট ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

মাত্র ৯.৪ ওভার হওয়ার পর ক্যানবেরায় অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হল। ভারত তোলে ১ উইকেটে ৯৭ রান। শুভমন গিল ও সুর্যকুমার যাদব অপরাজিত ছিলেন।

বৃষ্টির অপেক্ষায় মানুকা ওভাল। ছবি 'এক্স' থেকে নেওয়া।

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া, কিন্তু মাত্র ৯.৪ ওভার খেলার পরই প্রবল বৃষ্টিতে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ভারত তখন ১ উইকেটে ৯৭ রান করে দারুণ জায়গায় ছিল। ওপেনার অভিষেক শর্মা (১৪) একমাত্র আউট হওয়া ব্যাটার। তিনি নাথান এলিসের ধীরগতির বলটি মারতে গিয়ে মিড-অফে ক্যাচ দেন। অপর প্রান্তে শুভমন গিল ২০ বলে অপরাজিত ৩৭ এবং অধিনায়ক সুর্যকুমার যাদব ২৪ বলে অপরাজিত ৩৯ রানে খেলছিলেন। দু’জনে মিলে গড়েন ৬২ রানের অপরাজিত জুটি।

অস্ট্রেলিয়ার ফিল্ডিং এদিন তেমন জুতসই ছিল না, যদিও ভেজা মাঠে খেলা কঠিন ছিল। মার্কাস স্টয়নিস একটি সহজ বল ফসকান, আর দীর্ঘদিন পর দলে ফেরা জোশ ফিলিপ আউটফিল্ডে সুর্যকুমারের ক্যাচ ফেলেন, যখন তাঁর রান ছিল মাত্র ১৮। গিলের বিরুদ্ধে এলিসের এলবিডব্লিউ-এর আবেদন ‘আনপায়ার্স কল’-এর কারণে বাতিল হয়ে যায়।

ইনিংসের সেরা মুহূর্তটি আসে সুর্যকুমারের ব্যাট থেকে, যখন তিনি জোশ হ্যাজেলউডের বল দারুণ ফ্লিক করে স্কোয়ার লেগের ওপরে ছক্কা হাঁকান। ইনিংসে তিনি মোট তিনটি ছক্কা মারেন।

অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাট শর্ট আঙুলে অস্ত্রোপচারের কারণে সিরিজ থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে বেন ম্যাকডারমটকে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (রাত ৭টা ১৫ মিনিট, স্থানীয় সময়) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG)।

আরও পড়ুন

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version