Home খেলাধুলো ক্রিকেট টি-টোয়েন্টি দলে ফিরলেন বিরাট-রোহিত, কীসের ইঙ্গিত

টি-টোয়েন্টি দলে ফিরলেন বিরাট-রোহিত, কীসের ইঙ্গিত

0

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করল বিসিসিআই। দলে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ও দিকে, টি২০ বিশ্বকাপের আর বাকি মাসছয়েক। রোহিত-বিরাটের এই প্রত্যাবর্তন কীসের ইঙ্গিত দিচ্ছে?

দীর্ঘ ১৪ মাস ধরে ভারতের টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন বিরাট-রোহিত। এই দীর্ঘ সময় ধরে তরুণ খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও কেন নির্বাচকরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অভাব ভরাট করতে পারেননি, তা নিয়েও প্রশ্ন উঠছে।

উল্লেখযোগ্য ভাবে, আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দলের নেতৃত্বে ফিরলেন রোহিত। জাতীয় নির্বাচকরা রোহিত-কোহলিকে ফিরিয়ে এটা স্পষ্ট করে দিলেন যে, দুই সিনিয়র তারকা ভারতের বিশ্বকাপ ভাবনায় ভালো মতোই রয়েছেন। মনে করা হচ্ছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাঁদের।

যেখানে কয়েক দিন ধরেই জল্পনা চলছিল যে, টি২০ বিশ্বকাপের দলে বিরাট ও রোহিতকে একসঙ্গে রাখতে চাইছেন না নির্বাচকরা। কিন্তু দল ঘোষণার পর এটাও প্রায় স্পষ্ট হয়ে গেছে যে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিতে দেখা যাবে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ হবেন বিরাট কোহলি।

তবে বিশ্লেষকদের মতে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়ার অন্যতম কারণ হল ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স। রোহিত শর্মা শুধু দুর্দান্তভাবে দলকে পরিচালনাই করেননি তবে একজন ওপেনার হিসাবেও তাঁর পারফরম্যান্স চোখে পড়ার মতো। প্রায় প্রতিটি ম্যাচেই দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন রোহিত শর্মা।

আফগানদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে। মোহালিতে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ইনদওরে, ১৪ জানুয়ারি। বেঙ্গালুরুতে ১৭ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধে ৭টা থেকে।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জীতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার।

আরও পড়ুন: ২২ মিনিটের বক্তৃতা, তাঁকে নিয়ে উচ্ছ্বাস, ব্রিগেডে ইঙ্গিত মীনাক্ষীই সিপিএমের ভবিষ্যতের মুখ

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version