Home রাজ্য দঃ ২৪ পরগনা মঙ্গলবার জয়নগরে মমতা, যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনিক সভার শেষ মুহূর্তের কাজ

মঙ্গলবার জয়নগরে মমতা, যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনিক সভার শেষ মুহূর্তের কাজ

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: আগামী মঙ্গলবার দুপুরে জয়নগর থানার বহড়ু হাইস্কুলের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে জয়নগর থানার উত্তর দুর্গাপুর মুচিপাড়া এলাকায় অস্থায়ী হেলিপ্যাডে নেমে দেড় কিমি দূরের বহড়ু হাইস্কুলের মাঠে সড়কপথে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত হবেন। তার এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব। যুদ্ধ কালীন ভিওিতে চলছে শেষ মূহুর্তের কাজ।

বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করছেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালি। সোমবার শেষ মূহুর্তের কাজ পরিদর্শন করলেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালি, বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন-সহ আরও অনেকে।

এদিন বৈঠক করলেন জয়নগরের বিধায়ক, বারুইপুর পূর্বের বিধায়ক, মহকুমাশাসক, জয়নগর-১ ও ২ বিডিও, জয়নগর থানার আইসি, বারুইপুর এসডিপিও, অতিরিক্ত জেলাশাসক সহ বিভিন্ন দফতরের একাধিক আধিকারিকরা।

ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের মুখ্যমন্ত্রীর ছবি-সহ কাট আউট লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে জয়নগর এলাকায় কাটআউটে ছেয়ে গেছে। মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদানের পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন।

যেখানে ৩৯৫.৩৩ কোটি টাকা খরচ করে তৈরি ৭৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি ১৪৬০ কোটি টাকা ব্যয়ে তৈরি ২৪টি প্রকল্পের শিলান্যাস করারও কথা তাঁর। এগুলির মধ্যে অন্যতম হল, সুস্বাস্থ্য কেন্দ্র  এবং ক্যানিং হড়োভাঙা, বাসন্তী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একাধিক রাস্তা। জয়নগরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৫০ জন উপভোক্তার হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন। তারপর ওদিনই জেলার প্রায় ২৫ হাজারেরও বেশি নাগরিককে বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে।

মোয়ার শহর বহড়ুতে এসে তিনি কী বার্তা দেন সেটার দিকে নজর সবার। লোকসভা ভোটের আগে ভোট প্রচার ও এর মধ্যে দিয়ে দক্ষিণ ২৪ পরগনায় হয়ে যাবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version