ত্রিপুরা থেকে বাংলায় ফিরে এলেন ঋদ্ধিমান সাহা। আবারও বাংলার জার্সি গায়ে রনজি ট্রফিতে মাঠে নামতে প্রস্তুত এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। মঙ্গলবার ইডেন গার্ডেনসের তিনতলার প্রেস কনফারেন্স রুমে বসে ঋদ্ধিমান জানান, তিনি অতীত নিয়ে ভাবেন না। তাঁর সব মনোযোগ এখন রনজি ট্রফির দিকে। ঋদ্ধির মতে, বাংলার দল সাম্প্রতিককালে ভালোই খেলছে, তবে কিছু ছোটখাটো ভুল শুধরে নিয়ে আরও ধারাবাহিক হতে হবে।
অনেকের ধারণা, এটি ঋদ্ধির শেষ মরশুম হতে পারে। এই প্রসঙ্গে তিনি বলেন, অবসর নিলে সব ফরম্যাট থেকেই বিদায় নেবেন। দলের অধিনায়ক হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে, ঋদ্ধি স্পষ্ট করে বলেন যে, এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি দলের জন্য যা কিছু করা দরকার, তাই করবেন।
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং সচিব নরেশ ওঝার সঙ্গে বসে সংবাদমাধ্যমকে সিএবি প্রেসিডেন্ট জানান, রনজি শুরু হতে এখনও দুই মাস বাকি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে অধিনায়ক নির্বাচন করা হবে।
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলার রনজি ট্রফির প্রথম ম্যাচ শুরু হবে। তার আগে টিমের প্রস্তুতি চলবে দুবরাজপুরে, যেখানে প্রায় দুই সপ্তাহের প্রাক-মরশুম ক্যাম্প অনুষ্ঠিত হবে। এছাড়াও বাংলা দল বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানান সিএবি প্রেসিডেন্ট।
রনজি ট্রফিতে বাংলার প্রথম ম্যাচ ১১ অক্টোবর উত্তরপ্রদেশের বিরুদ্ধে, ঘরের মাঠে। এরপর বিহারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। এবারের মরশুমে বাংলার দল চারটি ঘরের মাঠে এবং তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলবে।