Home খেলাধুলো ফুটবল সন্তোষ ট্রফি: রবি হাঁসদার গোলে কেরলকে হারিয়ে আবার ভারত চ্যাম্পিয়ন বাংলা

সন্তোষ ট্রফি: রবি হাঁসদার গোলে কেরলকে হারিয়ে আবার ভারত চ্যাম্পিয়ন বাংলা

গোল করে উচ্ছ্বাস রবির। ছবি সৌজন্যে এআইএফএফ।

হায়দরাবাদ: বছরের শেষ দিনে একটা বড়ো সুখবর এল বাংলার ঘরে। ছ’ বছর পরে ফুটবলে ফের ভারতসেরা হল বাংলা। ২০১৬-১৭-এর পর আবার ফুটবল চ্যাম্পিয়ন হল বাংলা। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি জিতল বাংলা।

মঙ্গলবার হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালের ম্যাচে কেরলকে ১-০ গোলে হারাল সঞ্জয় সেনের দল। বাংলার হয়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা।

এটা ছিল সন্তোষ ট্রফির ৭৮তম সংস্করণ। এর মধ্যে ৪৭ বারই ফাইনালে খেলল বাংলা। আর ৪৭ বারের মধ্যে ৩৩ বার ট্রফি আনল ঘরে। কিন্তু মঙ্গলবারের জয়ে আরও একটা মাত্রা আছে। একদিক থেকে কেরলের বিরুদ্ধে প্রতিশোধও নিল বাংলা। ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে সন্তোষ ট্রফি ফাইনালে কেরলের কাছেই হেরে গিয়েছিল বাংলা। দু’বারই টাইব্রেকারে জিতে যায় কেরল। এ বার সেই কেরলকে হারিয়েই সন্তোষ ট্রফি ঘরে তুলল বাংলা।

santosh trophy bangla wins 2 31.12

সন্তোষ ট্রফিজয়ী বাংলা দল। ছবি সৌজন্যে এআইএফএফ।

বাংলার এই জয়ে কৃতিত্ব কিছু কম নয় কোচ সঞ্জয় সেনের। প্রতিপক্ষ কেরল খুবী শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে আগে ঘর সামলানো। তার পর আক্রমণে। এ ভাবেই প্রতি-আক্রমণে ভরসা করে খেলা চালিয়ে যায় বাংলা। ক্রমশ মাঝমাঠের দখল নেয় তারা। আর বলের নিয়ন্ত্রণও বাংলার পায়ে বেশিক্ষণ ছিল। তবে কোনো দলই গোল করার তেমন সুযোগ পায়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। 

দ্বিতীয়ার্ধেও প্রায় একই অবস্থা। কেরলের উপর বাংলার চাপ বেশি থাকলেও কাজের কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত খেলা গড়াল অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়ের চার মিনিটে বাজিমাত করল বাংলা। বাঁদিক থেকে বল পেয়ে বাংলার স্ট্রাইকার মনোতোষ মাজি হেড করে কেরলের বক্সে পাঠিয়ে দেন। কেরলের ডিফেন্ডার আদিল অমল বল ধরতে ব্যর্থ হন। কেরলের গোল থেকে কয়েক গজ দূরে যেন ওত পেতে বসেছিলেন রবি হাঁসদা। জোরালো শটে পরাস্ত করেন কেরলের গোলকিপারকে। এর পর আর কেরলের কিছু করার ছিল না। উল্লাসে ফেটে পড়ে বাংলার বেঞ্চ। লাফিয়ে উঠে নিজের জামা খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন রবি। তাতে তাঁকে হলুদ কার্ড দেখতে হয়। তাতে কি আর যায় আসে?

এ দিনের গোল নিয়ে এ বারের সন্তোষ ট্রফিতে ১২টা গোল করলেন রবি। পেলেন দুটি পুরস্কার – ‘তুলসীদাস বলরাম প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার’ এবং ‘পিটার থঙ্গরাজ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার’।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version