খবর অনলাইন ডেস্ক: ইউরো কাপ যেমন ইউরোপ কেন্দ্রিক মিনি বিশ্বকাপ, ঠিক তেমনই কোপা আমেরিকা হল দুই আমেরিকা কেন্দ্রিক মিনি বিশ্বকাপ। ২০২৪-এর ইউরো কাপের খেলা চলতে চলতেই শুরু হয়ে যাচ্ছে ২০২৪-এর কোপা আমেরিকার খেলা।
২০২৪-এর কোপা আমেরিকা হল এই ফুটবল প্রতিযোগিতার ৪৮তম সংস্করণ। খেলা শুরু হচ্ছে স্থানীয় সময় অনুযায়ী ২০ জুন বৃহস্পতিবার, ভারতীয় সময় অনুযায়ী ২১ জুন শুক্রবার ভোর সাড়ে ৫টায়। প্রথম ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্তিনা বনাম কানাডা। খেলা হবে মার্সিডেস-বেঞ্জ স্টেডিয়ামে (আটলান্টা, জর্জিয়া)।
এবার এই প্রতিযোগিতার আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, পশ্চিম উপকূল এবং মধ্যাঞ্চল জুড়ে ১৪টি শহরের ১৪টি স্টেডিয়ামে কোপা আমেরিকার ম্যাচগুলি হবে। চলবে ১৪ জুলাই পর্যন্ত।
এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে ১৬টি দেশ। এর মধ্যে ‘কনমেবল’-এর (CONMEBOL, সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন) অন্তর্ভুক্ত ১০টি দেশ। তারা হল আর্জেন্তিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলে, কোলোম্বিয়া, একুয়াদোর, পারাগুয়ে, উরুগুয়ে, পেরু এবং ভেনেজুয়েলা। বাকি ৬টি দেশ হল ‘কনকাকাফ’-এর (CONCACAF, দ্য কনফেডারেশন অফ নর্থ, সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন ফুটবল) অন্তর্ভুক্ত। তারা হল জামাইকা, মেক্সিকো, পানামা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কোস্তারিকা।
প্রতিযোগিতার ফরম্যাট
প্রতিযোগী ১৬টি দেশকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি/ করে দেশ। গ্রুপগুলি হল –
গ্রুপ ‘এ’ – আর্জেন্তিনা, কানাডা, পেরু ও চিলে।
গ্রুপ ‘বি’ – একুয়াদোর, ভেনেজুয়েলা, মেক্সিকো ও জামাইকা।
গ্রুপ ‘সি’ – মার্কিন যুক্তরাষ্ট্র, বলিভিয়া, উরুগুয়ে ও পানামা।
গ্রুপ ‘ডি’ – কোলোম্বিয়া, পারাগুয়ে, ব্রাজিল ও কোস্তারিকা।
প্রতি গ্রুপ থেকে ২টি করে টিম কোয়ার্টার ফাইনালে যাবে। সেখানে গ্রুপ ‘এ’-র এক নম্বর দল মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-এর দু’ নম্বর দলের সঙ্গে এবং গ্রুপ ‘এ’-র দু’ নম্বর দল মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-এর এক নম্বর দলের সঙ্গে। বাকি ২টি গ্রুপের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
এর পর চারটি টিমকে নিয়ে সেমিফাইনাল এবং তার পরে ফাইনাল।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: এক গোলে পিছিয়ে থেকে চেকিয়াকে ২-১ গোলে হারাল পর্তুগাল