Home খেলাধুলো ফুটবল আইএসএল ২০২৪-২৫: চেন্নাইকে হারিয়ে পর পর দুটো ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল, উঠে...

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইকে হারিয়ে পর পর দুটো ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল, উঠে এল দু’ ধাপ

0

ইস্টবেঙ্গল এফসি: ২ (বিষ্ণু পুতিয়া বলাপ্পিল, জিকসন সিং থৌনাওজাম) চেন্নাইয়িন এফসি:০

চেন্নাই: ধীরে ধীরে কি ফর্মে ফিরছে ইস্টবেঙ্গল এফসি? গত শনিবারের পর ফের এই শনিবার। আবার জয় পেল তারা। পর পর দুটো ম্যাচে জয়। আইএসএলের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার টানা দু’টি ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। এ বছর এপ্রিলে কেরল ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে পর পর জয় পেয়েছিল লাল-হলুদ বাহিনী।

এ দিন চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের একেবারে নীচে থেকে দু’ ধাপ উঠে এল লাল-হলুদ বাহিনী। নতুন কোচ অস্কার ব্রুজোনের প্রশিক্ষণে আইএসএলে এত দিনে জয়ের রাস্তায় হাঁটা শুরু করল তারা।

প্রথমার্ধ গোলশূন্য

এ দিন ইস্টবেঙ্গলকে একটু ভিন্ন চরিত্রের দেখা গেল। প্রতিপক্ষের গোলের সামনে অনেক বেশি তৎপর ছিল তারা। সারা ম্যাচে তারা গোল লক্ষ্য করে তিনটি শট নিয়েছিল, যার মধ্যে দু’টি থেকে গোল হল। প্রতিপক্ষের বক্সের মধ্যে ১৬ বার ঢুকে মোট ১০টি গোলের সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল।

তবে প্রথমার্ধে একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করার খেসারত দিল এ দিন চেন্নাইয়িন এফসি। ইস্টবেঙ্গলের তুলনায় চেন্নাই প্রতিপক্ষের বক্সে বেশি বার ঢুকেছিল। তবু গোলের দরজা খুলতে পারেনি তারা। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধে দু’টি গোল

প্রথমার্ধে একটু গুটিয়ে থাকা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং জয়সূচক গোল দু’টি পায়।
ম্যাচের ৫৪ মিনিটের মাথায় ডান দিকের উইং থেকে চেন্নাইয়ের বক্সের মধ্যে লম্বা পাস বাড়িয়ে দেন ইস্টবেঙ্গলে্র নাওরেম মহেশ সিং। দৌড়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো ওই পাস ধরে কোণাকুনি শটে গোলে বল গোলে পাঠান। কিন্তু চেন্নাইয়ের গোলকিপার মহম্মদ নাওয়াজ তা আটকে দেন। সেই বল তাঁর হাতে লেগে ছিটকে বেরিয়ে আসে। বল পেয়ে যান বিষ্ণু পুতিয়া বলাপ্পিল। তিনি চেন্নাইয়ের জালে বল জড়িয়ে দিতে কোনো ভুল করেননি।

আধ ঘণ্টা পর ম্যাচের ৮৪ মিনিটের মাথায় আবার গোল পায় ইস্টবেঙ্গল। জিকসন সিং থৌনাওজামের দূরপাল্লার শট তীব্র গতিতে চেন্নাইয়িনের গোলের জালে জড়িয়ে যায়। গোলকিপারের কিছুই করার ছিল না। বাঁ দিক দিয়ে ঢুকে যাওয়া ইস্টবেঙ্গলের নন্দকুমার শেকর চেন্নাইয়ের গোল লক্ষ্য করে যে শট নেন তা এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে আসে জিকসনের কাছে। বক্সের বাইরে থাকা জিকসন অসাধারণ শট নিয়ে চেন্নাইয়ের গোলকিপারকে পরাস্ত করেন। এর পরই চেন্নাইয়িন এফসি কার্যত হাল ছেড়ে দেয়। ইস্টবেঙ্গল জিতে যায় ২-০ গোলে।

লিগ টেবিলে কে কোথায়

আইএসএল-এর টেবিলে একেবারে গোড়া থেকে ৬৭ দিন ধরে নীচের স্থানে তথা ত্রয়োদশ স্থানে ছিল ইস্টবেঙ্গল। এ দিনের জয়ের পরে তারা একাদশ স্থানে উঠে এল। ৯ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে তারা এখন হায়দরাবাদ এফসি ও মহমেডান এসসি-র উপরে থাকল।

ও দিকে হারের হ্যাটট্রিক করে চেন্নাইয়িন এফসি লিগ টেবিলে নেমে গেল নবম স্থানে। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version