Home খেলাধুলো ফুটবল ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা...

ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

আগের মতোই হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে প্রতিযোগিতা আয়োজনের কথা জানানো হয়েছে। মোট ৯১টি ম্যাচ হবে।

ছবি 'এক্স' থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: সব জল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪টি দলকে নিয়ে আইএসএল শুরু হবে। প্রতিযোগিতা হবে হোম-অ্যাওয়ে ফরম্যাটে। মঙ্গলবার আইএসএল ক্লাবগুলির জোট, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং কেন্দ্রীয় সরকারের বৈঠকের পর এই ঘোষণা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয়।

স্পনসর সংক্রান্ত সমস্যা এবং আর্থিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তায় ছিল আইএসএল। একাধিক দফায় আলোচনার পরও সমাধানসূত্র বার করতে পারেনি এআইএফএফ। ক্রীড়ামন্ত্রক এবং ক্লাবগুলির সঙ্গে বৈঠক হলেও জট কাটেনি। এর মধ্যেই ইস্টবেঙ্গল বাদে আইএসএল ক্লাবগুলির জোট নিজেরাই লিগ আয়োজনের প্রস্তাব দেয় এবং আয়-ব্যয় সংক্রান্ত কিছু শর্তও সামনে রাখে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে এআইএফএফ-ই আইএসএল আয়োজনের দায়িত্ব নিতে চলেছে।

ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলেন, “আইএসএল নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছিল। আজ সরকার, ফুটবল ফেডারেশন এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল-সহ ১৪টি ক্লাবের বৈঠক হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরু হবে এবং সব ক্লাবই যোগ দেবে।”

আগের মতোই হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে প্রতিযোগিতা আয়োজনের কথা জানানো হয়েছে। মোট ৯১টি ম্যাচ হবে। যদিও দলগুলির যাতায়াত, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং অন্যান্য লজিস্টিক্স সংক্রান্ত সমস্যার পুরোপুরি সমাধান এখনও হয়নি। বিষয়টি দ্রুত মেটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

এআইএফএফ পরে এক বিবৃতিতে জানায়, আইএসএল হবে ‘সিঙ্গল রাউন্ড রবিন লিগ’ ফরম্যাটে। বৈঠকে ক্লাবগুলিকে প্রতিযোগিতার সম্পূর্ণ রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার আইএসএল নিয়ে জট কাটার ইঙ্গিত দিয়েছিল এআইএফএফ। জরুরি বৈঠকের পর জানানো হয়, ফেডারেশনই লিগ পরিচালনা করবে। তার আগের দিন শুক্রবার ভারতের শীর্ষস্থানীয় ফুটবলারেরা একটি ভিডিয়োবার্তার মাধ্যমে ফিফার হস্তক্ষেপ চেয়েছিলেন, দেশের ফুটবলের বর্তমান সংকট সমাধানের দাবিতে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version