Home খেলাধুলো ফুটবল এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ম্যাচের একটি মুহূর্ত। ছবি East Bengal FC 'X' থেকে নেওয়া।

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টকে গোলশূন্য ড্র-এ আটকে সেমিফাইনালে উঠে গেল ইস্টবেঙ্গল এফসি। দুই দলই গ্রুপ পর্ব শেষ করেছে ছয় পয়েন্ট নিয়ে, তবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয় অস্কার ব্রুজনের দলকে গোলপার্থক্যে এগিয়ে রাখল। আর সেই সুবাদেই তারা চলে গেল সুপার চারের শেষ চারে।

শুরু থেকেই ম্যাচে উত্তেজনা ছিল তুঙ্গে। ডার্বির আবহে মোহনবাগান বারবার আক্রমণে উঠলেও, ইস্টবেঙ্গলের রক্ষণভাগের দৃঢ়তা ছিল প্রশংসনীয়। আনোয়ার আলির নেতৃত্বে সাজানো লাল-হলুদ রক্ষণদেয়াল প্রায় অনভেদ্য ছিল পুরো ম্যাচ জুড়ে।

প্রথমার্ধের ২৪ মিনিটে মিগুয়েল ফিগেইরার ক্রস থেকে বিপিন সিং-এর হেড পোস্টে লেগে ফিরে আসে, যা ছিল মোহনবাগানের কাছে সবচেয়ে সুযোগ। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬ মিনিটে) লিস্টন কোলাসোর হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

ম্যাচের প্রায় ৬৭ মিনিটে কোলাসোর জোরালো শট আনোয়ার আলি দারুণভাবে ব্লক করেন। এর পর জেসন কামিংসের নেওয়া ফ্রি-কিক ইস্টবেঙ্গলের দেওয়ালে লেগে ফেরে, রিবাউন্ড থেকে কামিংসের ক্রসেও টম অলড্রেডের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ মুহূর্ত পর্যন্ত চাপ ধরে রাখলেও গোলের দেখা পায়নি সবুজ-মেরুন শিবির।

ম্যাচের একটি মুহূর্ত। ছবি সৌজন্যে www.the-aiff.com

ইস্টবেঙ্গলের গোলরক্ষক কমলজিত সিং একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিনশিট এনে দেন। রক্ষণে আইবান দোহলিং ও হিজাজি মাহের ছিলেন অপ্রতিরোধ্য।

এই ড্র-র ফলে চলতি মৌসুমে মোহনবাগানের বিপক্ষে ইস্টবেঙ্গলের রেকর্ড আরও মজবুত হল— চারটি ডার্বির মধ্যে দুটি জয়, একটি হার এবং একটি ড্র। এর আগে তারা সিএফএল প্রিমিয়ার ডিভিশন ও ডুরান্ড কাপে জয়লাভ করেছিল, যদিও আইএফএ শিল্ড ফাইনালে টাইব্রেকারে হেরে যায়।

ডেম্পো এসসি বনাম চেন্নাইয়িন এফসি ১-১

এ দিকে গোয়ার বাম্বোলিমে আয়োজিত গ্রুপ ‘এ’-এর অন্য ম্যাচে  ডেম্পো এসসি ও চেন্নাইয়িন এফসি ১-১ গোলে ড্র করে বিদায় নেয়। ডেম্পোর হয়ে শুভম রাওয়াত ২৫ মিনিটে চমৎকার ফ্রি-কিকে গোল করেন, আর চেন্নাইয়িন গোলরক্ষক শমিক মিত্র নিজের অর্ধ থেকে অবিশ্বাস্য দূরপাল্লার শটে সমতা ফেরান, যা নিঃসন্দেহে টুর্নামেন্টের সেরা গোলগুলির একটি।

ফলে ডেম্পো তিন পয়েন্ট নিয়ে থাকল তৃতীয় স্থানে, আর এক পয়েন্ট নিয়ে একেবারে নীচে থাকল চেন্নাইয়িন এফসি। দুই দলই গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version