ফ্রান্স: ০ (৫) পর্তুগাল: ০ (৩)
খবর অনলাইন ডেস্ক: না, এবার আর দিয়োগো কোস্তা কোনো খেল দেখাতে পারলেন না। প্রি-কোয়ার্টার ফাইনালে স্লোভেনিয়ার বিরুদ্ধে পেনাল্টি শুট-আউটে গোল বাঁচানোর হ্যাটট্রিক করেছিলেন কোস্তা। এবার আর তা হল না। ফ্রান্সের কোনো শটই রুখতে পারলেন না দিয়োগো কোস্তা। ফলে ৫টি গোলই করল ফ্রান্স। আর পর্তুগালের ১টি শট পোস্টে লেগে ব্যর্থ হল। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের পরাজয়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
শুক্রবার মধ্যরাতে (ভারতীয় সময়) হামবুর্গের ফক্সপার্কস্টাডিওনে আয়োজিত ম্যাচ অতিরিক্ত সময়ের পরেও গোলশূন্য থাকে। ম্যাচ গড়িয়ে যায় পেনাল্টি শুট-আউটে। শেষ পর্যন্ত ফ্রান্স ৫-৩ গোলে জিতে পৌঁছে গেল সেমিফাইনালে। সেমিফাইনালে স্পেনের মুখে ফ্রান্স।
এ দিনের ফ্রান্স বনাম পর্তুগাল ম্যাচ মনে করিয়ে দিল ২০১৬-এর ইউরো কাপের ফাইনালের কথা। সে ম্যাচে অবশ্য পর্তুগাল ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্সকে। আর ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে সেই স্মরণীয় ম্যাচটি? সেদিন পেনাল্টি থেকে জিনেদিন জিদানের গোলে জিতেছিল ফ্রান্স। তারই ১৮তম বার্ষিকীতে পর্তুগালকে হার মানতে হল পেনাল্টিতে।
এবারের ইউরো কাপে পর্তুগাল এবং ফ্রান্স দুটি দলকেই ট্রফি জয়ের ক্ষেত্রে ফেভারিট ধরা হয়েছিল। কিন্তু এদের কারওরই পারফরমেন্স খুব একটা মনকাড়া নয়। গ্রুপ লিগের প্রথম ২টি ম্যাচে জয়ের পর পর্তুগাল তো জর্জিয়ার কাছে হেরেই গেল। আর স্লোভেনিয়াকে হারাল পেনাল্টি শুট-আউটে। ফ্রান্সও তথৈবচ। গ্রুপ লিগের খেলায় পোল্যান্ড আর নেদারল্যান্ডসের সঙ্গে ড্র। আর প্রি-কোয়ার্টারে শেষ মুহূর্তের গোলে হারিয়েছিল বেলজিয়ামকে।
পেনাল্টি শুট-আউটে ফয়সালা
প্রথম পেনাল্টি ফ্রান্সের। উসমান ডেমবেলের শট বাঁচাতে পর্তুগালের গোলকিপার দিয়োগো কোস্তা উল্টোদিকে ঝাঁপালেন। ফ্রান্সে এগিয়ে গেল ১-০ গোলে।
এবার পর্তুগালের পালা। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শট বাঁদিকের কোণ ঘেঁষে নিচু হয়ে ঢুকে গেল ফ্রান্সের গোলে। ফল ১-১।
ইউসুফ ফোফানার শট সোজা ঢুকে গোল পর্তুগালের গোলে। ফ্রান্সে এগিয়ে গেল ২-১ গোলে।
এবার শট নিলেন পর্তুগালের বার্নাদো সিলভা। ডানদিকের উপরের দিকের কোণ ঘেঁষে বল ঢুকে গেল ফ্রান্সের গোলে। ফল ২-২।
এবার ফ্রান্সের পালা। জুল কুন্দে বেছে নিলেন বাঁদিকের উপরের দিকে কোণ। গোল। ফ্রান্স এগিয়ে গেল ৩-২ গোলে।
পর্তুগালের গোল হল না। জোয়াও ফেলিক্সের শট বাঁদিকের পোস্টে লেগে গেল। ফ্রান্স এগিয়ে থাকল ৩-২ গোলে।
ব্রাদলে বারকোলার শট ঢুকে গেল পর্তুগালের গোলে। ভুল দিকে ঝাঁপালেন দিয়োগো কোস্তা। ফ্রান্স এগিয়ে গেল ৪-২ গোলে।
এবার পর্তুগালের পালা। গোল করলেন নুনো মেন্ডেজ। ফল ফ্রান্সের পক্ষে ৪-৩।
এবার আসল কাজটি সারলেন থিও হার্নান্দেজ। কোস্তা ডানদিকে ঝাঁপালেন। হার্নান্দেজের শট ঢুকে গেল বাঁদিক দিয়ে। ৫-৩ গোলে এগিয়ে গেল ফ্রান্স। পর্তুগালের পঞ্চম শট নেওয়ার প্রয়োজন হল না। এবারের ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে স্পেনের।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: জার্মানির আশাভঙ্গ, জয়ের ধারা অক্ষুণ্ণ রেখে সেমিফাইনালে স্পেন