Home রাজ্য হাওড়া রথযাত্রা উপলক্ষ্যে হাওড়া-নবদ্বীপ রুটে স্পেশাল ট্রেন, বাতিল থাকবে চারটি লোকাল

রথযাত্রা উপলক্ষ্যে হাওড়া-নবদ্বীপ রুটে স্পেশাল ট্রেন, বাতিল থাকবে চারটি লোকাল

রথযাত্রা উপলক্ষ্যে হাওড়া-নবদ্বীপ রুটে স্পেশাল ট্রেন
রথযাত্রা উপলক্ষ্যে হাওড়া-নবদ্বীপ রুটে স্পেশাল ট্রেন

হাওড়া: আসন্ন রথযাত্রা উদযাপন উপলক্ষ্যে ভারতীয় রেল হাওড়া-নবদ্বীপ রুটে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রথ এবং উল্টো রথ উপলক্ষ্যে আগামীকাল রবিবার এবং ১৫ জুলাই এই বিশেষ ট্রেন চলবে। যদিও রথযাত্রার দিন হাওড়া ডিভিশনে জরুরি মেরামতির কাজের জন্য চারটি লোকাল ট্রেন বাতিল থাকবে।

নবদ্বীপে রথযাত্রা উপলক্ষ্যে বিশাল মেলা বসে এবং হাজার হাজার ভক্ত প্রভু জগন্নাথের দর্শনে ভিড় জমায়। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে। ৭ এবং ১৫ জুলাই স্পেশাল ট্রেনটি সকাল ৯:৩২-এ হাওড়া থেকে যাত্রা শুরু করবে এবং বেলা ১২টায় নবদ্বীপ ধামে পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ব্যান্ডেল স্টেশনে পৌঁছে তিন মিনিটের জন্য যাত্রী ওঠা-নামার সুবিধা দেবে।

ফিরতি পথে, স্পেশাল ট্রেনটি দুপুর ২:৩০-এ নবদ্বীপ ধাম থেকে রওনা দেবে এবং বিকেল ৫টায় হাওড়া স্টেশনে পৌঁছবে। ফেরার সময়ও ট্রেনটি বিকেল ৩:৫৫-এ ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দুই মিনিটের জন্য দাঁড়াবে।

‘কিছু কাজ বাকি’, দিঘায় এ বছর রথের চাকা গড়াবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

তবে, হাওড়া ডিভিশনে জরুরি মেরামতির কাজ চলায় রথযাত্রার দিন হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান কর্ড, বর্ধমান-হাওড়া এবং হাওড়া-খানা সেকশনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। এই কারণে চারটি লোকাল ট্রেন বাতিল থাকবে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, কাটোয়া থেকে ৩৭৭৪৮, হাওড়া থেকে ৩৬৮২৩, এবং বর্ধমান থেকে ৩৬৮৪৪।

রেল কর্তৃপক্ষের মতে, এই সংস্কার কাজগুলি ট্রেন পরিচালন ব্যবস্থাকে আরও মসৃণ করতে সহায়ক হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে রেল কর্তৃপক্ষ জরুরি সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। রথযাত্রা উপলক্ষ্যে নেওয়া এই বিশেষ ব্যবস্থাগুলি যাত্রীদের সুবিধা নিশ্চিত করবে ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version