Home খেলাধুলো ফুটবল অবসর নিলেন সুনীল ছেত্রী, ৬ জুন কলকাতায় ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ...

অবসর নিলেন সুনীল ছেত্রী, ৬ জুন কলকাতায় ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ  

0
ছবি 'এক্স' হ্যান্ডেল থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: দু’ দশকের উজ্জ্বল ক্রীড়াজীবনে ইতি টেনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তাঁর অবসরের কথা জানিয়েছেন ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

সুনীল ছেত্রী জানিয়েছেন, ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বে কুয়েতের বিরুদ্ধে ম্যাচটাই তাঁর শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে। আগামী ৬ জুন কলকাতায় কুয়েতের মুখোমুখি হচ্ছে ভারত।

সুনীল ছেত্রী বলেছেন, “১৯ বছরের ফুটবল জীবনটা ছিল কর্তব্য, চাপ আর ব্যাপক আনন্দের একটা মিশেল। ভালো, মন্দ যা-ই হোক, আমি কখনও ভাবিনি দেশের জন্য এত ম্যাচ খেলব। গত দু’ মাস ধরে এইসবই ভেবেছি। একটা অদ্ভুত অনুভূতি হত। আমি বোধহয় তখনই সেই সিদ্ধান্তে যাচ্ছিলাম যে এই খেলাটাই (কুয়েতের বিরুদ্ধে) আমার শেষ ম্যাচ হবে।”

১৯ বছর আগে এই কলকাতা শহরেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল সুনীলের। সেই কলকাতাতেই শেষ গেম খেলে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানবেন তিনি।

সুনীলের ফুটবল-জীবন

সুনীলের ফুটবল-জীবন শুরু হয়েছিল ২০০২-তে। মোহনবাগানের হয়ে খেলা শুরু করেন তিনি। মোহনবাগান ছাড়াও তিনি ইস্টবেঙ্গল, ডেম্পো স্পোর্টস ও মুম্বই সিটি এফসি’র হয়ে খেলেছেন। এখন তিনি বেঙ্গালুরু এফসি’র খেলোয়াড়। তাঁর ফুটবল-দক্ষতা তাঁকে বিদেশেও নিয়ে গিয়েছে। বেশ কিছু দিন করে কাটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি উইজার্ডস-এ (২০১০) এবং পর্তুগালের স্পোর্টিং সিপি-তে (২০১২)।

বেঙ্গালুরু এফসি’র হয়ে খেলে সুনীল ছেত্রী দলকে এনে দিয়েছেন আই লিগ (২০১৪, ২০১৬), আইএসএল (২০১৯), সুপার কাপ (২০১৮) ট্রফি। ২০১৬-য় এএফসি কাপ ফাইনালে তিনি বেঙ্গালুরু এফসি’কে নেতৃত্ব দিয়েছেন।

সুনীলের অধিনায়কত্বেই ভারত ২০০৭, ২০০৯ এবং ২০১২-য় নেহরু কাপ এবং ২০১১, ২০১৫ এবং ২০২১-এ সাফ (সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন) চ্যাম্পিয়নশিপ জিতেছে। ২০০৮-এ ভারত যে এএফসি চ্যালেঞ্জ কাপ জিতেছিল তাতে সুনীলের যথেষ্ট অবদান ছিল।

আন্তর্জাতিক ফুটবলের আসরে ১৫০টা ম্যাচে সুনীল গোল করেছেন ৯৪টা। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করার নিরিখে তাঁর স্থান তৃতীয় – ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পরেই।          

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version