Home খেলাধুলো ফুটবল প্রকাশ্যে আইএসএলের প্রথম পর্বের সূচি, প্রথম ডার্বি কবে

প্রকাশ্যে আইএসএলের প্রথম পর্বের সূচি, প্রথম ডার্বি কবে

0

সদ্য শেষ হয়েছে ডুরান্ড কাপ। এ বার দশম আইএসএল (ISL)-এর ঢাকে কাঠি পড়ে গেল। বৃহস্পতিবার দুপুরে আইএসএলের প্রথম ভাগের সূচি ঘোষণা করে দিল এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড)। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল।

এশিয়ান গেমসের জন্য ক্লাবগুলিকে ফুটবলার ছাড়ার অনুরোধ করেছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ। এমনকি আইএসএল কিছু দিন পিছিয়ে দেওয়ারও আবেদন করেছিলেন তিনি। জাতীয় দলের স্বার্থ রক্ষা করার জন্য এএসডিএলের কাছে লিগ ১০ দিন পিছিয়ে দেওয়ার আবেদন করেন এআইএফএফ প্রেসিডেন্ট-ও। কিন্তু তা খারিজ করে দিল এফএসডিএল। প্রকাশিত হল আইএসএল ২০২৩-২৪-এর প্রথম ভাগের সূচি। আপাতত ২৯ ডিসেম্বর পর্যন্ত চার মাসের সূচি প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শহরে আয়োজিত হবে আইএসএলের এই ম্যাচগুলি।

প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। কোচিতে হবে উদ্বোধনী ম্যাচ। চলতি মরশুম থেকে সময়সূচিতে বদল হচ্ছে। ম্যাচ শুরু হবে রাত ৮টায়, ডবল হেডারের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৫.৩০ মিনিটে।

নতুন সূচি অনুযায়ী, মোহনবাগান প্রথম ম্যাচ খেলবে আইএসএলে অভিষেক হওয়া পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। আগামী ২৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে যুবভারতীতে শুরু হবে সেই ম্যাচ। ইস্টবেঙ্গলও ঘরের মাঠে অভিযান শুরু করছে। ২৫ সেপ্টেম্বর তারা মাঠে নামবে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে।

উল্লেখযোগ্য ভাবে, আগামী ২৮ অক্টোবর আইএসএল-এর মঞ্চে আয়োজিত হবে মেগা ডার্বি। রাত ৮টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শেষ ডার্বিতে শেষের ৩৭ মিনিট ১০ জনে খেলে মোহনবাগান ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছে।

আপডেট আসছে…

আরও পড়ুন: সামনের আইএসএল-এ রয়েছে দুটো ডার্বি, মোহন-কোচ ফেরান্দোর লক্ষ্য এখন সেটাই

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version