ইস্টবেঙ্গল ০ মোহনবাগান ২ (ম্যাকলারেন, পেত্রাতোস)
কলকাতা ডার্বি আবারও মোহনবাগানের জয়োল্লাসে শেষ হলো। শনিবার ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ-মেরুন। জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসের গোলগুলোতে ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা তাদের জয়রথ এগিয়ে নিয়ে গেল। আর আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম জয় অধরাই থাকল লাল-হলুদের। নয়বারের সাক্ষাতে আটবার হেরে এবারও ইস্টবেঙ্গল জয় অধরাই রইল, ড্র হয়েছে একবার।
এই জয়ে আইএসএলের পয়েন্ট তালিকায় মোহনবাগান পাঁচ ম্যাচ থেকে দশ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে পৌঁছেছে। অন্যদিকে, পাঁচ ম্যাচের পাঁচটিতেই পরাজিত হয়ে ইস্টবেঙ্গল শূন্য পয়েন্ট নিয়ে শেষ স্থানে রয়েছে।
ম্যাচের শুরু থেকেই মোহনবাগান দাপট দেখাতে শুরু করে। প্রথমার্ধে লিস্টন কোলাসোর বাঁ দিক থেকে তোলা ক্রসে মনবীর সিং জোরালো হেডে বল জালে পাঠালেও লাইন্সম্যান অফসাইডের সংকেত দেন। মনবীর বিশ্বাসই করতে পারেননি। রিপ্লে-তে দেখা যায়, শুধুমাত্র মনবীর নয়, টম অলড্রেডও অফসাইডে ছিলেন। তবে মনবীরের কাঁধ সামান্য বেরিয়ে ছিল বলে গোলটি বাতিল হয়।

ম্যাচের ৪১ মিনিটে প্রথম গোল আসে জেমি ম্যাকলারেনের পা থেকে। ডান দিক থেকে মনবীরের পাস ধরে আনোয়ার এবং হেক্টর ইয়ুস্তের মাঝখান দিয়ে ঢুকে প্রথম টাচেই বল জালে পাঠান ম্যাকলারেন। তার শটের জোর এবং লক্ষ্যভেদ ছিল নিখুঁত।
Safe to say #TomAldred really enjoyed THAT #KolkataDerby Win! 👊#EBFCMBSG #ISL #LetsFootball #MBSG #KolkataDerby | @mohunbagansg pic.twitter.com/3woVGecuwf
— Indian Super League (@IndSuperLeague) October 19, 2024
দ্বিতীয়ার্ধে চোটের কারণে প্রথম থেকে মাঠে না নামা দিমিত্রি পেত্রাতোস শেষ পর্যন্ত ডার্বির মঞ্চে গোল করার অভ্যাস বজায় রাখলেন। ম্যাচের শেষ দিকে মোহনবাগান একটি পেনাল্টি পায়। প্রভসুখন গিল পেত্রাতোসকে বক্সের মধ্যে ফাউল করেন, যা থেকে সহজেই গোল করেন পেত্রাতোস। এটাই ম্যাচের শেষ গোল।
ম্যাচের শেষে মোহনবাগানের কোচ হোসে মোলিনা বলেন, “দল দারুণ পারফরম্যান্স করেছে। প্রত্যেক খেলোয়াড় নিজের সেরাটা দিয়েছে। ডার্বি সব সময়ই কঠিন হয়, কিন্তু ছেলেরা মানসিকভাবে দৃঢ় ছিল।”