সোমবার আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। তার আগে ধর্মতলায় রবিবার এক নতুন কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা ‘চিৎকার সমাবেশের’ ডাক দিয়ে সাধারণ মানুষকে তাদের অনশন মঞ্চের সামনে জমায়েত হতে আহ্বান জানিয়েছেন। বিকেল ৪টে থেকে শুরু হবে এই সমাবেশ।
গত কয়েকদিন ধরেই ধর্মতলার অনশনমঞ্চে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে বিভিন্ন মহল থেকে সমর্থন আসছে। শনিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় সহ একাধিক উচ্চপদস্থ রাজ্য প্রশাসনের আধিকারিকরা অনশনমঞ্চে উপস্থিত হন এবং অনশনকারী ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী তাঁদের জানিয়েছেন, সোমবার বিকেল ৫টায় নবান্নে তিনি তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন, তবে শর্ত হিসেবে অনশন তুলে নেওয়ার অনুরোধ করেছেন।
এই আলোচনার প্রস্তাবের জবাব রবিবারের ‘চিৎকার সমাবেশে’ ডাক্তাররা কী বলবেন, তা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে জুনিয়র ডাক্তারদের সংগঠন, পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সমাজমাধ্যমে এই সমাবেশের ডাক দিয়েছে। তাঁদের বক্তব্য, ‘‘আমাদের দাবির আওয়াজ ছড়িয়ে পড়ুক চিৎকার হয়ে।’’
শুক্রবার সাংবাদিক বৈঠকে স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা এবং রুমেলিকা কুমারের মতো অনশনকারী ডাক্তাররা রবিবার এই কর্মসূচির আভাস দিয়েছিলেন, কিন্তু তখন কোনও নির্দিষ্ট নাম উল্লেখ করেননি। এখন সেই কর্মসূচি ‘চিৎকার সমাবেশ’ নামে পরিচিত হয়েছে।
তাঁরা সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন, ‘‘আমরা না খেয়ে আছি। আমাদের কণ্ঠ দুর্বল হয়ে পড়েছে। আপনাদের কণ্ঠেই আমরা শক্তি পাব।’’
খবর অনলাইনে সব খবর পড়ুন এখানে ক্লিক করে