Home খেলাধুলো ফুটবল বিশ্বকাপ ফুটবল ২০৩০: মূল আয়োজক তিনটি দেশ, প্রথম তিনটি ম্যাচে হবে অন্য...

বিশ্বকাপ ফুটবল ২০৩০: মূল আয়োজক তিনটি দেশ, প্রথম তিনটি ম্যাচে হবে অন্য তিন দেশে  

0

খবর অনলাইন ডেস্ক: নির্ধারিত সময়ের এক বছর আগেই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করল ফিফা। এ বারই প্রথম এক অভিনব কায়দায় বিশ্বকাপ ফুটবল আয়োজিত হতে চলেছে। বলা যায়, তিনটি মহাদেশের ছ’টি দেশে বিশ্বকাপের খেলা হবে।        

ফিফা জানিয়েছে, ২০৩০-এর বিশ্বকাপ আয়োজন করার মূল দায়িত্ব দেওয়া হয়েছে মরক্কো, স্পেন এবং পর্তুগালকে। তবে প্রথম দিকের তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্তিনা এবং প্যারাগুয়েতে।

২০৩০ হল বিশ্বকাপ ফুটবলের ১০০ বছর। ১৯৩০ সালে শুরু হয় বিশ্বকাপ ফুটবল। প্রথম বিশ্বকাপের খেলা হয়েছিল উরুগুয়েতে। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই ২০৩০ বিশ্বকাপ ফুটবলের গোড়ার দিকের একটি ম্যাচ উরুগুয়েতে হবে। ১৯৩০-এর বিশ্বকাপ জেতার পথে উরুগুয়ে মন্তেভিডিওতে আয়োজিত ফাইনাল ম্যাচে হারায় আর্জেন্তিনাকে। সেই কারণে মেসির দেশেও একটি ম্যাচ রাখা হয়েছে। আর তার সঙ্গে একটি ম্যাচ হবে প্যারাগুয়েতে। মন্তেভিডিওতে আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উদযাপন করা হবে।        

সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল কাতারে, ২০২২-এর নভেম্বর-ডিসেম্বরে। ফ্রান্সকে হারিয়ে সেখানে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্তিনা। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বলেছে, “২০৩০ বিশ্বকাপের গ্রুপ স্টেজে তাদের দল তাদের প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে এবং ঘরের লোকের সামনে।”

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিভক্ত পৃথিবীতে ঐক্য আনছে ফিফা এবং ফুটবল। বিশ্বকাপ প্রথম আয়োজিত হয়েছিল ১৯৩০-এ উরুগুয়েতে। যথাযথ ভাবে ফিফা বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের ব্যাপারে ফিফা কাউন্সিল সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। তাই দক্ষিণ আমেরিকায় এই উৎসব উদযাপিত হবে এবং তিনটি ম্যাচ খেলা হবে দক্ষিণ আমেরিকার তিন দেশে। উরুগুয়ে, আর্জেন্তিনা এবং প্যারাগুয়ে ফিফা বিশ্বকাপ ২০৩০-এর একটি করে ম্যাচ আয়োজন করবে।”

ইনফান্তিনো জানান, ২০৩০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হবে মন্তেভিডিওর ‘এস্তাদিও সেন্তেনারিও’-তে, একশো বছর আগে যেখানে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হয়েছিল।

২০৩০-এর বিশ্বকাপের ম্যাচ যেহেতু দুটি গোলার্ধের ছ’টি দেশে খেলা হবে, তাই কোনো কোনো দল তাদের গ্রুপ ম্যাচ তাদের বিভিন্ন ঋতুতে খেলবে।

আরও পড়ুন

আইএসএল: খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোল, বেঙ্গালুরুর কাছে হারল ইস্টবেঙ্গল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version