Home খেলাধুলো ফুটবল ইউরো কাপ ২০২৪: চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কারা, বিশেষজ্ঞরা কী বলছেন

ইউরো কাপ ২০২৪: চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কারা, বিশেষজ্ঞরা কী বলছেন

0
ইংল্যান্ডের হ্যারি কেন, জুড বেলিংহাম।

খবর অনলাইন ডেস্ক: আর মাত্র দশটা দিন। তার পরেই জার্মানিতে শুরু হয়ে যাবে ২০২৪-এর উয়েফা (ইউইএফএ) ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা ইউরো কাপের খেলা। গ্রুপ লিগ থেকে ‘রাউন্ড অফ ১৬’-য় কোন কোন দেশ যেতে পারে, চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কোন কোন দেশ রয়েছে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা।

ফুটবল বিশেষজ্ঞরাও নেমে পড়েছেন মাঠে। তাঁদের হিসাব বলছে, এবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে রয়েছে ৪টি দেশ – ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং পর্তুগাল। এবং বাজি ধরাও শুরু হয়ে গিয়েছে। সেই দৌড়ে এগিয়ে আছে ইংল্যান্ড আর ফ্রান্স। তারা রয়েছে একই জায়গায়। তার পরে জার্মানি এবং সব শেষে পর্তুগাল।

ইংল্যান্ড      

ইউরো ২০২৪ জেতার ব্যাপারে সবচেয়ে বেশি ফেভারিট ইংল্যান্ড। ইংল্যান্ডের ম্যানেজার হিসাবে গারেথ সাউথগেটের এটাই হল শেষ বছর। তাই তাঁর কাছে এবারের ইউরো কাপ খুবই গুরুত্বপূর্ণ। ফিল ফোডেন, জুড বেলিংহাম, হ্যারি কেনের মতো বিশ্ব শ্রেণির ফুটবলাররা টিমে রয়েছেন। এই ফুটবলারদের গভীরতা এবং গুণমান এবারের ইউরো অভিযানে ইংল্যান্ডকে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে তুলে ধরেছে।

ফ্রান্স

ফুটবল বিশেষজ্ঞরা এবারের ইউরো কাপ অভিযানে ফ্রান্সকে ইংল্যান্ডের সঙ্গে একই আসনে রেখেছে। এবারের ফ্রান্স অসাধারণ দক্ষ দল। যে দলের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের মতো খেলোয়াড় রয়েছেন এবং যে দলের রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী তারা তো চ্যাম্পিয়নের দাবিদার হবেই। আর তা ছাড়া সাম্প্রতিক বড়ো বড়ো টুর্নামেন্টে ফ্রান্সের পারফরমেন্স যথেষ্ট নজরকাড়া। এ সব মিলেজুলেই ফ্রান্সও এক শক্তিশালী প্রতিপক্ষ।

জার্মানি

জার্মানির সবচেয়ে বড়ো সুবিধা ঘরের মাঠে খেলা। এর থেকে কিছুটা ফসল তো তারা ঘরে তুলবেই। তা ছাড়া তাদের দলে রয়েছে কাই হাওয়ার্ৎজ, লেরয় সানের মতো তারকা ফুটবলার। সবচেয়ে ভালোর সঙ্গে লড়াই করার আগুন তাঁদের মধ্যে আছে। আর ইউরো ইতিহাসে জার্মানির পারফরমেন্সও তো ভোলার নয়। সুতরাং জার্মানিকে কখনোই হিসেবের বাইরে রাখলে চলবে না।

পর্তুগাল

যে দলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো কিংবদন্তি ফুটবলার আছেন, সেই দলকে কি হিসেবের বাইরে রাখা যায়? যদিও তাঁর বয়স হয়েছে, তবুও তিনি জাতীয় দলের খুবই বড়ো বল-ভরসা। আর রোনাল্ডোর পাশে আছেন ব্রুনো ফার্নান্ডেজ, বার্নাডো সিলভার মতো ফুটবলার। ২০১৬-এর সাফল্যকে আবার ফিরিয়ে আনার ক্ষমতা রাখে পর্তুগাল।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: নক আউট পর্যায়ে যাওয়ার পথে কোন কোন দেশ এগিয়ে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version