Home খবর দেশ ইভিএম খুলতেই বড় ধাক্কা শেয়ারবাজারে, প্রায় ৩ হাজার পয়েন্টের পতন সেনসেক্সে

ইভিএম খুলতেই বড় ধাক্কা শেয়ারবাজারে, প্রায় ৩ হাজার পয়েন্টের পতন সেনসেক্সে

খবর অনলাইন ডেস্ক: নতুন করে বলার নয়, আজ স্টক মার্কেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি। মঙ্গলবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটগণনা। সকাল ৮টা থেকে ভোট গণনা চলছে এবং প্রাথমিক প্রবণতায় এনডিএ জোট এগিয়ে থাকলেও ঘাড়ে নিশ্বাস ফেলছে বিরোধী জোট ইন্ডিয়া।

ভোট গণনার প্রথম ঘন্টায় এনডিএ জোট প্রাথমিক প্রবণতাগুলিতে এগিয়ে থাকলেও পরবর্তীতে ইন্ডিয়া জোটের সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। আর তৈআর জেরেই প্রায় আড়াই হাজার পয়েন্টের ধস নামল সেনসক্সে। অন্য দিকে, নিফটি ফিফটিতেও পাঁচশো পয়েন্টের পতন!

এ দিন স্টক মার্কেটের প্রি-ওপেনিংয়ের সময়, বিএসই সেনসেক্স ৬৭২ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ বেড়ে ৭৭১২২-এর স্তরে লেনদেন করছিল। অন্য দিকে, এনএসই নিফটি ৪৫০.১০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে ২৩৭১৪-র স্তরে ট্রেড করছিল। যদিও কিছুক্ষণের মধ্যেই এই ছবি বদলে যায়।

সকালের ট্রেডিংয়ে একটা সময় সেনসেক্স নেমে যায় ৭৩,৬৫৯ পয়েন্টে। অর্থাৎ এক ধাক্কায় ২৮০০ পয়েন্টের ধস নেমে যায় সেনসেক্স। পরবর্তীতে সেখান কিছুটা উঠে এসে ২ হাজার পয়েন্ট নীচে নেমে ট্রেড করে ৫০ স্টকের এই সূচক।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version