Home খেলাধুলো এশিয়ান গেমস ২০২৩: স্টিপলচেজে অবিনাশ সবলে, শট পুটে তাজিন্দরপাল তুর পেলেন সোনা,...

এশিয়ান গেমস ২০২৩: স্টিপলচেজে অবিনাশ সবলে, শট পুটে তাজিন্দরপাল তুর পেলেন সোনা, ফের সোনা শ্যুটিং-এও

0

হ্যাংঝাউ: রবিবার এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও পদক এল। ইতিমধ্যে অ্যাথলেটিক্সে আরও ২টি সোনার পদক জিতেছে ভারত। এবং আরও একটি সোনা এল শ্যুটিং-এ। এই নিয়ে ভারতের প্রাপ্ত সোনার পদকের সংখ্যা দাঁড়াল ১৩।

স্টিপলচেজে সোনা   

অ্যাথলেটিক্সে সোনা আসতে শুরু করেছে ভারতের ঝুলিতে। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা পেয়ে ইতিহাস গড়লেন অবিনাশ সবলে। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় পুরুষ সোনা জিতলেন।

২৯ বছর বয়সি অবিনাশ জাতীয় রেকর্ডের অধিকারী। এ বারের এশিয়াডে তিনি সময় করলেন ৮ মিনিট ১৯.৫ সেকেন্ড। এশিয়ান গেমসে এই সময় সর্বকালীন রেকর্ড। অ্যাথলেটিক্সে  ভারতের হয়ে প্রথম সোনা আনলেন অবিনাশ।

শট পুটে সোনা

রবিবার অ্যাথলেটিক্সে দ্বিতীয় সোনার পদক এল পুরুষদের শট পুট ইভেন্ট থেকে। সোনা জিতলেন তাজিন্দরপাল তুর। তুর ২০১৮-এর জাকার্তা এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন। এ বারের এশিয়াডে ২০.৩৬ মিটার দূরে লোহার বল ছুড়ে তিনি তাঁর সোনার পদক ধরে রাখলেন বলা যায়।

তুর প্রথম প্রচেষ্টায় ২০ মিটার দূরে লোহার বল নিক্ষেপ করেন। কিন্তু এটি ‘থ্রো’ বলে গণ্য হয়নি। দ্বিতীয় ‘থ্রো’ও বাতিল হয়। তৃতীয় প্রচেষ্টায় ১৯.৫১ মিটার দূরে বল ছোড়েন। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের মোহম্মদ দাউদা তোলো ১৯.৯৩ মিটার দূরে বল ছুড়ে এগিয়ে থাকেন।

চতুর্থ প্রচেষ্টায় ২০.০৬ মিটার দূরে ছুড়ে সোনার পদকের দাবিদার হন তুর। কিন্তু তোলো বল ছোড়েন ২০.১৮ মিটার দূরে। তুরের পঞ্চম ‘থ্রো’ বাতিল হওয়ার পর শেষ প্রচেষ্টায় বল ছোড়েন ২০.৩৬ মিটার দূরে, যে রেকর্ড ভাঙতে পারেননি সৌদি প্রতিদ্বন্দ্বী।

শ্যুটিং-এ আবার সোনা

শ্যুটিং-এ পুরুষদের ট্র্যাপ টিম সোনা জিতল। কিনান দরিয়াস চেনাই, জোরাবর সিং সাঁধু এবং পৃথ্বীরাজ তোন্দাইমানকে নিয়ে গড়া ভারতীয় দল ৩৬১ পয়েন্ট পেয়ে দলগত ইভেন্টে সোনা জিতল।

একমাত্র এই শ্যুটিং থেকেই ভারত ২২টা পদক পেল – ৭টা সোনা, ৯টা রুপো এবং ৬টা ব্রোঞ্জ।

আপাতত মোট পদক ৪৯

এশিয়ান গেমসের অষ্টম দিন চলছে। এখনও পর্যন্ত ভারতের পাওয়া পদকের সংখ্যা ৪৯। এর মধ্যে সোনা ১৩টি, রুপো ১৯টি এবং ব্রোঞ্জ ১৭টি।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: বিশ্ব চ্যাম্পিয়ন চিনা জুটিকে হারিয়ে ইতিহাস দুই বাঙালির, টেবিল টেনিসে নিশ্চিত করলেন পদক

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version