Home খেলাধুলো এশিয়ান গেমস ২০২৩: টেনিস ও স্কোয়াশে এল সোনা, ভারতের ঝুলিতে আরও পদক

এশিয়ান গেমস ২০২৩: টেনিস ও স্কোয়াশে এল সোনা, ভারতের ঝুলিতে আরও পদক

0
রোহন বোপান্না ও ঋতুজা ভোসালে।

হ্যাংঝাউ: শনিবার এশিয়ান গেমসে আরও দুটো সোনা এল ভারতের ঝুলিতে। টেনিস এবং স্কোয়াশে। এই নিয়ে ভারতের প্রাপ্ত স্বর্ণপদকের সংখ্যা দাঁড়াল ১০।

টেনিসে মিক্সড্‌ ডাবলস-এর ফাইনালে ভারতের রোহন বোপান্না এবং ঋতুজা সম্পতরাও ভোসালে চাইনিজ তাইপেই-এর জুটিকে ২-৬, ৬-৩, ১০-৪ ফলে হারিয়ে সোনা জেতেন। বোপান্না-ভোসালে তৃতীয় সেটে টাইব্রেকারে প্রতিপক্ষ জুটিকে হারান।

টেনিসে এই নিয়ে দ্বিতীয় পদক এল। এর আগে পুরুষদের ডাবলস-এর ফাইনালে রুপো জেতেন রামকুমার রমানাথন এবং সকেথ মায়নেনি।

স্কোয়াশে সোনা

শনিবার আরও একটি সোনা আসে স্কোয়াশ থেকে। ভারতের সৌরভ ঘোষাল, অভয় সিং এবং মহেশ মনগাঁওকর ফাইনালে ২-১ ফলে হারান পাকিস্তানকে। প্রথম ম্যাচে ভারতের মহেশ মনগাঁওকর পাকিস্তানের নাসির ইকবালের স্ট্রেট সেটে হেরে যান।

পরের ম্যাচে অভিজ্ঞ সৌরভ ঘোষাল পাকিস্তানের মোহম্মদ আসিম খানকে ১১-৫, ১১-১ ও ১১-৩ ফলে হারান। ফলে ম্যাচে সমতা আসে।

শেষ ম্যাচে ভারতের অভয় সিং এবং পাকিস্তানের নুর জমনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম গেমে অভয় জেতেন ১১-৭ পয়েন্টে। এর পর দুটি গেমে ফিরে আসেন ১৯ বছরের জমন। তিনি জেতেন ১১-৯ ও ১১-৮ পয়েন্টে। দেশের হয়ে সোনা আনতে হলে অভয়কে শেষ দুটি গেমই জিততে হত। এবং অভয় সেটাই করলেন। চতুর্থ গেম অভয় জিতলেন ১১-৯ পয়েন্টে।

শেষ গেমে চরম উত্তেজনা। নুর জমন এগিয়ে আছেন ১০-৮ পয়েন্টে। এখান থেকে ম্যাচ বার করতে হলে পর পর ৪ পয়েন্ট পেতে হবে অভয়কে। অভয় সেটাই করলেন। দুর্দান্ত লড়ে ভারতের জন্য নিয়ে এলেন সোনা।

আরও রুপো ও ব্রোঞ্জ পদক

অ্যাথলেটিক্সে পদক আসতে শুরু করেছে ভারতের। ১০০০০ মিটার দৌড়ে ভারত পেল রুপো আর ব্রোঞ্জ। ভারতের কার্তিক কুমার ২৮:১৫.৩৮ মিনিট সময় করে রুপো পেলেন। আর গুলবীর সিং ২৮:১৭.২১ মিনিট সময় করে ব্রোঞ্জ পান। শট পুট-এ তৃতীয় প্রচেষ্টায় ১৭.৩৬ মিটার দূরে লোহার বল ছুড়ে ব্রোঞ্জ পান কিরণ বলিয়ান।   

১০ মিটার এয়ার পিস্তল মিক্সড্‌ ইভেন্টের ফাইনালে সরবজিৎ সিং ও দিব্যা থোডিগল চিনের কাছে ১৪-১৬ পয়েন্টে হেরে রুপো পান।

জোশনা চিনাপ্পা, তনভি খন্না এবং অনহত সিং স্কোয়াশের সেমিফাইনালে হংকং-এর কাছে ১-২ ম্যাচে হেরে ব্রোঞ্জ পান।     

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version