Home খেলাধুলো এশিয়ান গেমস: বাংলার ছেলে অনুশের হাত ধরে ইকুয়েস্ট্রিয়ান-এ সোনা ভারতের, সেলিং-এ আরও...

এশিয়ান গেমস: বাংলার ছেলে অনুশের হাত ধরে ইকুয়েস্ট্রিয়ান-এ সোনা ভারতের, সেলিং-এ আরও পদক

0

হ্যাংঝাউ: মঙ্গলবার ইতিহাস গড়ল ভারত। ৪১ বছর পরে এশিয়ান গেমসে ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টে সোনা জিতল তারা। এ দিন এর আগে সেলিং-এ তিনটি পদক আসে – ১টি রুপো এবং ২টি ব্রোঞ্জ।

‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টে দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন অনুশ আগরওয়ালা, সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিংহ ও হৃদয় ছেড়া। এঁদের মধ্যে অনুশ আগরওয়ালা কলকাতার ছেলে।

ঘোড়ার পিঠে চড়ে প্রতিযোগীদের বিভিন্ন বাধা টপকানোর এই খেলাকে ইকুয়েস্ট্রিয়ানে অনেকে ‘হর্স রাইডিং’ও বলেন। ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসজ ইভেন্টে দলগত বিভাগে ২০৯.২০৫ পয়েন্ট পেয়েছেন ভারতের প্রতিযোগীরা। চিন দ্বিতীয় স্থানে শেষ করে ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে থাকা হংকং পেয়েছে ২০৪.৮৫২।

সেলিং-এ আরও পদক

এর আগে মঙ্গলবার সকালে সেলিং-এ মেয়েদের ডিঙ্গি আইএলসিএ ৪ ইভেন্টে রুপো জেতেন নেহা ঠাকুর। নেহার মোট স্কোর ছিল ৩২। কিন্তু নেট স্কোর হয় ২৭। নেট স্কোরের ভিত্তিতে নেহা পান রুপো।

এ ছাড়া পুরুষদের উইন্ডসার্ফার আরএস:এক্স ইভেন্টে নেট স্কোর ৫২ করে ব্রোঞ্জ পদক পান এবাদ আলি। পুরুষদের ডিঙ্গি-আইএলসিএ৭ ইভেন্টে নেট স্কোর করে ৩৪ করে ব্রোঞ্জ পেলেন বিষ্ণু সরবানন।

আরও পড়ুন   

এশিয়াড হকি: উজবেকিস্তানের পরে সিঙ্গাপুর, আবার ১৬ গোল ভারতের, হ্যাটট্রিক হরমনপ্রীত ও মনদীপের

এশিয়ান গেমস: আবার জল থেকে পদক, সেলিং-এ রুপো জিতলেন নেহা ঠাকুর 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version