Home খেলাধুলো দাবা অলিম্পিয়াডে এই প্রথম সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা দল

দাবা অলিম্পিয়াডে এই প্রথম সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা দল

0
ছবি Chess Olympiad 2024 'X' থেকে নেওয়া।

বুদাপেস্ট (হাঙ্গেরি): ৪৫তম দাবা অলিম্পিয়াডে ইতিহাস সৃষ্টি করল ভারত। ফাইনালে রাউন্ডে প্রতিপক্ষদের হারিয়ে এই প্রথম ভারতের পুরুষ এবং মহিলা টিম সোনা জিতল। পুরুষদের দল হারাল স্লোভেনিয়াকে আর মহিলাদের দল হারাল আজারবাইজানকে।

পুরুষদের দলে ছিলেন ডি গুকেশ, অর্জুন এরিগাইসি এবং আর প্রজ্ঞানানন্দ। ফাইনাল রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে লড়েন ভ্লাদিমির ফেদোসিভের। ১৮ বছর বয়সি গ্র্যান্ডমাস্টার কৌশলী চাল চেলে ফেদোসিভকে পরাস্ত করেন। অর্জুন এরিগাইসিরও ছিল কালো ঘুঁটি। তিনি হারালেন ইয়ান সুবেলিকে। আর প্রজ্ঞানানন্দ চূড়ান্ত ফর্ম দেখিয়ে আন্তন দেমচেনকোকে মাত করলেন। একাদশ রাউন্ডে স্লোভেনিয়াকে ৩-০ ফলে হারিয়ে এক গেম বাকি থাকতেই ভারত সোনা জিতে নিল।

indian chess men 23.09

ভারতের পুরুষ দাবা দল। রয়েছেন বিশ্বনাথন আনন্দ। ছবি Chess Olympiad 2024 ‘X’ থেকে নেওয়া।

একমাত্র উজবেকিস্তান ছাড়া বাকি সব প্রতিপক্ষকেই পরাস্ত করেছে ভারত। উজবেকিস্তানের সঙ্গে ফল ২-২। সম্ভাব্য ২২ পয়েন্টের মধ্যে ভারত পেল ২১ পয়েন্ট।

দাবা অলিম্পিয়াডে স্লোভেনিয়ার বিরুদ্ধে খেলার আগে ভারতের পয়েন্ট ছিল ১০ রাউন্ডে ১৯। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল চিন। শেষ রাউন্ডে আমেরিকার বিরুদ্ধে দুটি খেলায় পয়েন্ট নষ্ট করে চিন। তখনই ভারতের সোনা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল।

ভারতের পুরুষ দাবা দল। ছবি Chess Olympiad 2024 ‘X’ থেকে নেওয়া।

পুরুষদের পাশাপাশি মেয়েরাও সোনা জিতল ৪৫তম দাবা অলিম্পিয়াডে। তারা আজারবাইজানের বিরুদ্ধে জিতল ৩.৫-০.৫ ফলে।

দশম রাউন্ডে চিনকে হারিয়ে সোনার কাছে চলে গিয়েছিল ভারতের মহিলা দল। শেষ রাউন্ডে ভারতের প্রতিপক্ষ ছিল আজেরবাইজান। ডি হারিকা, দিব্যা দেশমুখ ও বন্তিকা আগরওয়াল নিজেদের ম্যাচ জেতেন। কিন্তু ড্র করেন আর বৈশালী। তবে এতে কোনো অসুবিধা হয়নি। আজেরবাইজানের বিরুদ্ধে স্বচ্ছন্দে জিতে প্রথমবার ভারতের মহিলা দলও অলিম্পিয়াডে সোনা জিতে নিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version