Home খেলাধুলো আইপিএল লখনউকে ৫৬ রানে হারিয়ে প্লে অফে জায়গা পাকা গুজরাতের

লখনউকে ৫৬ রানে হারিয়ে প্লে অফে জায়গা পাকা গুজরাতের

গুজরাত টাইটান্স: ২২৭/২ (শুভমন ৯৪*, ঋদ্ধিমান ৮১, হার্দিক ২৫)

লখনউ সুপার জায়ান্টস: ১৭১/৭ (ডি’কক ৭০, মায়ের্স ৪৮, মোহিত ৪/২৯)

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৫৬ রানে ধরাশায়ী করল লখনউ সুপার জায়ান্টসকে। এ বারের আইপিএলে অষ্টম জয়ের সঙ্গেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের দখল রাখল তারা। এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট তাদের দখলে। দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের (১১টি ম্যাচে ১৩ পয়েন্ট) থেকে তিন পয়েন্ট বেশি টাইটান্সের। অন্য দিকে, পঞ্চম হারের মুখোমুখি হয়েও পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লখনউ (১১ ম্যাচে ১১ পয়েন্ট)।

রবিবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২২৮ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানে আটকে গেল লখনউয়ের ইনিংস। ৫৬ রানে জয় গুজরাতের। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে নিজেদের জায়গা প্রায় পাকা করে নিল গুজরাত।

রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৭ রান তুলে নেয় গুজরাত টাইটান্স। ৫১ বলে অপরাজিত ৯৪ রানের অনবদ্য ইনিংস শুভমন গিলের। মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি হল না। সঙ্গে ৪৩ বলে ঋদ্ধিমান সাহার ৮১ রানের দৌলতে রানের পাহাড় গড়ে দিল গুজরাট। গুজরাতের ব্যাটিং লাইনে দাগই কাটতে পারলেন না লখনউয়ের বোলাররা।

২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামে লখনউ সুপার জায়ান্টস। কুইন্টন ডি’কক ৪১ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কাইল মায়ের্স করেন ৩২ বলে ৪৮। কিন্তু ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে মোহিত শর্মা ৪টি উইকেট তুলে নিয়ে বড়ো ধাক্কা দিলেন লখনউয়ের ব্যাটিং লাইনে। ১৭১ রানেই থেমে গেল লখনউ। সঙ্গে জয়ের আশাও।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version