Home রাজ্য দঃ ২৪ পরগনা রাসায়নিকের ব্যবহার লাগামছাড়া, সুন্দরবনে জৈব চাষের উপর জোর দিতে বিশেষ উদ্যোগ

রাসায়নিকের ব্যবহার লাগামছাড়া, সুন্দরবনে জৈব চাষের উপর জোর দিতে বিশেষ উদ্যোগ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবন কৃষি মাতৃক এলাকা। বহু কৃষক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে রাসায়নিকের ব্যবহার অত্যাধিক হারে বেড়ে গেছে। তাই রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব চাষের উপর জোর দিচ্ছে সরকার। পাশাপাশি কৃষকদের জৈব চাষে এগিয়ে আসার জন্য সচেতনতা মূলক চেষ্টা করে চলেছে বেশ কিছু সংস্থা। আর সুন্দরবনের শতাধিক কৃষকদের নিয়ে সচেতনতা মূলক একটি সভা হয়ে গেল রবিবার জয়নগরে।

এ দিন সুস্থায়ী কৃষি পরিবারের উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিপণনের সুযোগ এবং প্রতিবন্ধকতা বিষয়ক এক আলোচনা সভা হয়ে গেল।

এ দিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ দোলা সেন, পরিবেশবিদ অমলেন্দু মিশ্র, সমাজসেবী অরূপ রক্ষিত, উদয়ভানু রায়, নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সোসাইটির অজন্তা দে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কৃষেন্দু আচার্য-সহ আরও অনেকে।

সভায় সুন্দরবনের বিভিন্ন ব্লক এলাকা থেকে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এ দিন এই বিষয়ে রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, কৃষকদের উচিত জৈব চাষের দিকে নজর দেওয়া। জৈব চাষে ফলন বাড়ে। জৈব চাষের ফলন খেয়ে শরীর খারাপ হয় না। তাই জমিকে ঠিক রাখতে জৈব চাষের উপর গুরুত্ব দিতে হবে।

পাশাপাশি এই চাষের উৎপাদিত পণ্য কী ভাবে বাজারজাত করা যায়, সে বিষয়ে আলোকপাত করা হয়। এ দিনের এই আলোচনা সভায় উপস্থিত কৃষকেরা তাঁদের চাষের কাজে সমস্যার কথা তুলে ধরেন। এ ছাড়া বহু উৎসাহে এ দিনের অনুষ্ঠানে আগত বক্তাদের বক্তৃতা মন দিয়ে শোনেন সুন্দরবনের কৃষকরা।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাবে এই সব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version