Home খেলাধুলো আইপিএল আইপিএল ২০২৫: তামাক ও মদ্যপানের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞার নির্দেশ কেন্দ্রের

আইপিএল ২০২৫: তামাক ও মদ্যপানের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞার নির্দেশ কেন্দ্রের

0

ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)-কে বিশেষ নির্দেশ কেন্দ্রীয় সরকারের। আসন্ন আইপিএল (আইপিএল) ২০২৫ মরশুম থেকে তামাক ও মদ্যপানের বিজ্ঞাপন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

সরকারের এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ হল ভারতে অ-সংক্রামক রোগ (Non-Communicable Diseases) বাড়তে থাকা। তাই দেশের জনস্বাস্থ্যের উন্নতির স্বার্থে আইপিএলকে এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বলা হয়েছে।

নতুন করে বলার নয়, আইপিএল ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর। কোটি কোটি মানুষের উপর এই টুর্নামেন্ট প্রভাব ফেলে। তামাক ও মদ্যপানের প্রচার মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে, তাই সরকার এই বিজ্ঞাপন নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের চিঠি

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমলকে একটি চিঠি পাঠিয়েছে। যেখানে তামাক ও মদ্যপানের বিজ্ঞাপন, সারোগেট বিজ্ঞাপন এবং স্পনসরশিপ নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল চিঠিতে উল্লেখ করেছেন যে, ভারতে অ-সংক্রামক রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কার্ডিওভাসকুলার ডিজিজ, ক্যানসার, ফুসফুসের দীর্ঘমেয়াদী সমস্যা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো রোগ প্রতি বছর ৭০ শতাংশ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। তামাক ও মদ্যপান এসব রোগের অন্যতম প্রধান কারণ।

বিশ্বে তামাকজনিত মৃত্যুর ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এখানে প্রতি বছর প্রায় ১৪ লক্ষ মানুষ তামাক সংক্রান্ত কারণে মারা যায়। অন্য দিকে, অ্যালকোহল ভারতে সর্বাধিক ব্যবহৃত মাদক।

সরকারি নির্দেশিকা:

২. তামাক ও মদ্যপানের সব ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করা, স্টেডিয়াম ও সম্প্রচার মাধ্যমসহ আইপিএল সংশ্লিষ্ট যেকোনো স্থানে।

২. আইপিএল চলাকালীন স্টেডিয়ামে এবং অন্যান্য ক্রীড়া অনুষ্ঠানে তামাক ও মদ্যপানজাত পণ্যের বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করা।

৩. যে কোনো ক্রীড়াবিদ, ধারাভাষ্যকার বা ক্রীড়াব্যক্তিত্বদের এই ধরনের পণ্যের প্রচার থেকে বিরত রাখা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version