Home খেলাধুলো আইপিএল টানা চার ম্যাচে হার কলকাতার, ইডেনে রানের পাহাড় গড়ে জয় ধোনিদের

টানা চার ম্যাচে হার কলকাতার, ইডেনে রানের পাহাড় গড়ে জয় ধোনিদের

0

চেন্নাই সুপার কিংস: ২৩৫/৪ (কনওয়ে-৫৬, রাহানে-৭১, দুবে-৫০ কুলবন্ত-৪৪/২)

কলকাতা নাইট রাইডার্স: ১৮৬/৮(রয়-৬১, রিঙ্কু-৫৩*)

কলকাতা: ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। এ বারের আইপিএলে নাইটদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। রবিবার ঘরের মাঠে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছেও হারল কেকেআর। এই নিয়ে প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ হারল কলকাতা।

আইপিএলে কেকেআরের অবস্থা যত দিন যাচ্ছে, তত খারাপ হচ্ছে। প্রতিটি দল এসে খোলনলচে বের করে দিয়ে যাচ্ছে শাহরুখ খানের দলের। ইডেনে আইপিএল-এর ৩৩তম ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ৪ উইকেটে ২৩৫ রান। জবাবে কলকাতার ইনিংস শেষ হল ৮ উইকেটে ১৮৬ রানে। ধোনিদের জয় ৪৯ রানে।

টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান নীতীশ রানা। ঝড়োগতিতে রান তুলে নেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (‌২০ বলে ৩৫)‌ ও ডেভন কনওয়ে (‌৪০ বলে ৫৬)‌ ২০ বলে হাফ সেঞ্চুরি করেন শিবম দুবে। ৭ বলে ১৮ রান করে আউট হন রবীন্দ্র জাডেজা। ২৪ বলে হাফ সেঞ্চুরি করেন অজিঙ্কা রাহানে। ২৯ বলে ৭১ রান করে অপরাজিত রয়ে যান তিনি।

২৩৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইট রাইডার্স। সুনীল নারাইনকে (‌০)‌। পরের ওভারে এন জগদীশন (‌১)‌। ভেঙ্কটেশ আয়ার (‌২০ বলে ২০)‌ ফেরার পর নীতীশ রানাও (‌২০ বলে ২৭)‌ দলকে বেশিক্ষণ টানতে পারেননি। জেসন রয় অবশ্য ১৯ বলে তিনি হাফ সেঞ্চুরি। ২৬ বলে ৬১ রান করেন তিনি। ব্যর্থ আন্দ্রে রাসেল (‌৯)‌। কিছুটা লড়াই করেন রিঙ্কু সিং (‌৩২ বলে অপরাজিত ৫৩)‌। তবে রয়-রিঙ্কুর লড়াই জয়ের জন্য যে যথেষ্ট ছিল না, এই যা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version