অখিলেশ যাদব, নবীন পট্টনায়েকের পর এবার নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ এপ্রিল তারিখ কলকাতায় আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দুপুর ২টো নাগাদ নবান্নে তাঁর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোট নিয়ে আলোচনা হতে পারে তাঁদের মধ্যে। চব্বিশে লোকসভা ভোটের প্রস্তুতি হিসেবে বিজেপি বিরোধী দলগুলিকে ফের ঐক্যবদ্ধ করার প্রয়াস শুরু হয়েছে। মূলত সেই লক্ষ্যেই মমতা-নীতিশ বৈঠক হতে চলেছে আগামী মঙ্গলবার।
প্রসঙ্গত, গত মাসে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে কলকাতায় এসে কালীঘাটে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। প্রায় আধঘণ্টা ধরে দু’জনের মধ্যে আলোচনা হয়। আলোচনা সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কেন্দ্রের সমালোচনায় সরব হন অখিলেশ।
এর পর গত মাসের শেষ সপ্তাহে ওড়িশা সফরে গিয়ে তৃণমূল সুপ্রিমো নিজে দেখা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়েকের সঙ্গে। সেখানেও উভয়ের মধ্যে বিরোধী জোট নিয়ে আলোচনা হযেছে। এরপর কিছু দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এসে বৈঠক করেন জেডি(এস) সুপ্রিমো এইচ ডি কুমারস্বামীও। ফলত নীতিশের সঙ্গে এই বৈঠকও লোকসভা ভোটের আগে বিরোধী জোটের সলতে পাকানো বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: ‘পুঞ্চে হামলা পুলওয়ামার মতোই’, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আরজেডি বিধায়কের