রাজস্থান রয়্যালস: ২০৫-৪ (যশস্বী জয়সওয়াল ৬৭, রিয়ান পরাগ ৪৩ নট আউট, লকি ফার্গুসন ২-৩৭)
পঞ্জাব কিংস: ১৫৫-৯ (নেহাল ওয়াধেরা ৬২, গ্লেন ম্যাক্সওয়েল ৩০, জোফ্রা আর্চার ৩-২৫, সন্দীপ শর্মা ২-২১)
মুল্লানপুর (পঞ্জাব): এ বারের আইপিএল-এ প্রথম পরাজয়ের স্বাদ পেল পঞ্জাব কিংস। আইপিএল অভিযান ভালোই শুরু করেছিল তারা। প্রথম দুটো ম্যাচ জিতেছিল তারা। কিন্তু তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেল পঞ্জাব। ঠিক বিপরীত ছবি রাজস্থান রয়্যালস। তারা হার দিয়ে শুরু করেছিল এ বারের আইপিএল যাত্রা। পর পর দুটো ম্যাচে হেরে তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে জয়ে ফিরেছিল তারা। এ বার পঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল রাজস্থান রয়্যালস। ঠিক অর্ধশত রানে জিতল তারা।
এ বারের আইপিএল-এ ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে পঞ্জাব কিংস থাকল চতুর্থ স্থানে এবং ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে রাজস্থান রয়্যালস থাকল সপ্তম স্থানে। ২৫ রান দিয়ে ৩ উইকেট দখল করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন রাজস্থানের জোফ্রা আর্চার।
রাজস্থানের সব ব্যাটার দুই অঙ্কের রানে
শনিবার লুধিয়ানার মুল্লানপুরে মহারাজা যাদবেন্দ্র সিংহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠায় পঞ্জাব কিংস। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান করে ৪ উইকেটে ২০৫ রান। রাজস্থানের সব ব্যাটার দুই অঙ্কের রানের পৌঁছোন। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক সঞ্জু স্যামসন খুব ভালো শুরু করেন। তাঁরা প্রথম উইকেটের জুটিতে যোগ করেন ৮৯ রান।

‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ জোফ্রা আর্চার। ছবি Indian Premier League ‘X’ থেকে নেওয়া।
২৬ বলে ৩৮ রান করে সঞ্জু ফিরে যেতে যশস্বীর সঙ্গী রিয়ান পরাগ। তাঁরা রান টেনে নিয়ে যান ১২৩-এ। ৪৫ বলে ৬৭ করে লকি ফার্গুসনের শিকার হয়ে ফিরে যান যশস্বী। হাতে তখনও ৬.৪ ওভার। রিয়ানের সঙ্গী হয়ে দলের স্কোর ৪ উইকেটে ২০৫-এ নিয়ে যেতে সাহায্য করেন নীতীশ রানা, সিমরন হেটমেয়ার এবং ধ্রুব জুরেন। শেষ পর্যন্ত ২৫ বলে ৪৩ করে পরাগ এবং ৫ বলে ১৩ রান করে জুরেল নট আউট থাকেন।
শুরুতেই ধাক্কা পঞ্জাবের, ০ রানে প্রথম উইকেট
জয়ের জন্য লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় পঞ্জাব। শূন্য রানে প্রথম উইকেট পড়ে। তার পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ৪৩ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন নেহাল ওয়াধেরা এবং গ্লেন ম্যাক্সওয়েল। দু’জনে পঞ্চম উইকেটে যোগ করেন ৮৮ রান। দলের ১৩১ রানের মাথায় ওয়াধেরা (৪১ বলে ৬২ রান) এবং ম্যাক্সওয়েল (২১ বলে ৩০ রান), দু’জনেই বিদায় নেওয়ার পর আবার ভেঙে পড়ে পঞ্জাব। আর মাত্র ২৪ রান যোগ হতেই শেষ হয়ে যায় ২০ ওভার। ৯ উইকেটে ১৫৫ রান করে ইনিংস শেষ করে পঞ্জাব। জোফ্রা আর্চার, সন্দীপ শর্মা এবং মহীশ থিকশানার বলের মোকাবিলাই করতে পারল না পঞ্জাব।