Home খেলাধুলো আইপিএল আইপিএল ২০২৫: শাহরুখের সঙ্গে নাচলেন কোহলি-রিঙ্কু, শ্রেয়ার গান দিয়ে শুরু উদ্বোধনী অনুষ্ঠান,...

আইপিএল ২০২৫: শাহরুখের সঙ্গে নাচলেন কোহলি-রিঙ্কু, শ্রেয়ার গান দিয়ে শুরু উদ্বোধনী অনুষ্ঠান, জমজমাট সূচনা    

মঞ্চে শাহরুখের সঙ্গে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা, দুই দলের অধিনায়ক এবং এ দিনের পারফর্মাররা। ছবি: সঞ্জয় হাজরা।

খবর অনলাইন ডেস্ক: যা আশঙ্কা করা হয়েছিল, তা হল না। শেষ পর্যন্ত আবহাওয়া বাগড়া দিল না। বেশ জাঁকজমকের মধ্যেই সম্পন্ন হল আইপিএল-এর ১৮তম সংস্করণের উদ্বোধন। আতশবাজির আলোর ছটায় সেজে উঠেছিল ইডেন। ট্রফির রেপ্লিকা এবং ঢাকঢোল সহকারে ধুনুচি নৃত্যের মাধ্যমে মাঠও পরিক্রমা করা হল।

বলিউডের সুপারস্টার, কেকেআর-এর অন্যতম মালিক শাহরুখ খান যথারীতি চলে এলেন আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে। শনিবার ইডেন গার্ডেন্স-এ তিনিই সূচনা করলেন ২০২৫-এর আইপিএল-এর। তিনিই পালন করলেন সঞ্চালকের ভূমিকা।

আতশবাজির আলোর ছটায় ভরে উঠল ইডেন। ছবি: সঞ্জয় হাজরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার গানের পর নাচতে উঠলেন দিশা পাটানি। বলিউডি নায়িকার নাচের পর গান গাইলেন রকস্টার করণ আউজলা। তাঁর গানের সঙ্গে কোমর দোলালেন দিশা। শ্রেয়া-করণের গান এবং দিশার নাচের পর শাহরুখের সঙ্গে নাচলেন বিরাট কোহলি, রিঙ্কু সিংহ। এর পর প্রশ্নোত্তরের পালা চলল তিনজনের মধ্যে। তার পর একে একে বোর্ডকর্তারা মঞ্চে এলেন। কেকেআর-এর অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং আরসিবি-র রজত পাটীদার মঞ্চে এলেন ট্রফি নিয়ে।

সংগীত পরিবেশন করছেন শ্রেয়া। ছবি: সঞ্জয় হাজরা।

আইপিএল-এর গতবারের মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিয়ম অনুযায়ী, আগের বার যে দল চ্যাম্পিয়ন হয়, সেই দলের মাঠে পরের বারের আইপিএল-এর সূচনা হয়। সেই নিয়ম অনুসারেই ইডেন গার্ডেন্সে বেশ জাঁকজমক করে এবারের আইপিএল-এর উদ্বোধন হল।

মঞ্চে এসেই শাহরুখ খান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০টি দলের নাম জানালেন। আইপিএল-এর এই মরসুমে লড়াই আরও জোরদার হবে বলে শাহরুখ আশা প্রকাশ করেন। ইডেনের দর্শকদেরও প্রশংসা করেন তিনি। এর পরেই তিনি শ্রেয়া ঘোষালকে মঞ্চে ডেকে নেন সংগীত পরিবেশনের জন্য।

করণের গানের সঙ্গে দিশার নাচ। ছবি:সঞ্জয় হাজরা।

শ্রেয়া তাঁর বিখ্যাত ‘তুমি যে আমার’ দিয়ে শুরু করেন তাঁর অনুষ্ঠান। তার পরেই তিনি পরিবেশন করেন ‘সঞ্জু’ ছবির ‘কর ময়দান ফতে’, ‘পুষ্পা ২’ ছবির ‘স্বামী’, ‘ভাগ মিলখা ভাগ’ ছবির ‘জ়িন্দা’। আমির খানের ‘রং দে বসন্তী’ ছবিরও গান গাইলেন তিনি। পরে গাইলেন শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবির গান। আইপিএল-এর ১০টি দলের জন্য ১০টি আলাদা গান গাইলেন শ্রেয়া। সবশেষে এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গেয়ে শোনালেন। শ্রেয়ার কণ্ঠের জাদু ইডেন মাতিয়ে দিল। 

ঢাকঢোল সহকারে ধুনুচি নৃত্যের মাধ্যমে মাঠ পরিক্রমা। ছবি: সঞ্জয় হাজরা।

শ্রেয়া ঘোষালের গানের পর মঞ্চে এলেন বলিউডের নায়িকা দিশা পাটানি।   নিজের ছবির গানে নাচতে দেখা গেল তাঁকে। ইতিমধ্যে মঞ্চে এলেন রকস্টার করণ আউজলা। নিজের জনপ্রিয় গানগুলো গাইলেন। তাঁর শেষ গানে আবার নাচলেন দিশা।

গান-নাচের পর মঞ্চে আবার এলেন শাহরুখ। ডেকে নিলেন আরসিবি-র বিরাট কোহলি এবং কেকেআর-এর রিঙ্কু সিংহকে। শাহরুখ প্রশ্ন করলেন কোহলিকে – এখনকার ‘বোল্ড জেনারেশন’ কি তাঁদের সময়কার ‘গোল্ড জেনারেশন’-এর মতো হতে পারবে? কোহলি বলেন, নতুন প্রজন্ম যতই ভাল হোক, সোনার প্রজন্ম থেকে যাবে। রিঙ্কু বলেন, তাঁরাও কোনও অংশে কম নন। শাহরুখ বলেন, তিনি ওল্ড জেনারেশনের সদস্য। হাসির রোল ওঠে মাঠ জুড়ে।

এ দিন মাঠে ছিলেন সুনীল গাওস্করও। ছবি: সঞ্জয় হাজরা।

এর পরেই তিনজনের নাচ। প্রথমে ‘লুট পুট গয়া’ গানে নাচলেন রিঙ্কু ও শাহরুখ। তা দেখে হেসে ফেলেন কোহলি। পরে ‘পাঠান’ গানে নাচেন কোহলি ও শাহরুখ। তিনজনের নাচ দেখে গোটা ইডেনে উঠল হাততালি।

এর পর ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্মকর্তাদের একে একে মঞ্চে ডেকে নিলেন শাহরুখ খান। মঞ্চে এলেন বোর্ড সভাপতি রজার বিন্নী, সচিব দেবজিৎ শইকীয়া, আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্ল। সেই সময় শ্রেয়া, দিশা ও করণকে ডেকে নিলেন। জাতীয় সংগীত দিয়ে শেষ হল উদ্বোধনী অনুষ্ঠান। গোটা ইডেন গলা মেলাল জাতীয় সংগীতে।

ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ। ছবি: রাজীব বসু

আশঙ্কা ছিল ঝড়বৃষ্টি কতটা ব্যাঘাত সৃষ্টি করবে এ দিনের অনুষ্ঠানে এবং ম্যাচে। কয়েক দিন আগে থেকেই ইডেনের মাঠ ঢাকা ছিল। কিন্তু শনিবার দুপুর থেকেই আবহাওয়া ভালো হয়ে যায়। রীতিমতো রোদ ওঠে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। নিজেদের প্রিয় খেলোয়াড়দের দেখার জন্য তাঁরা জমায়েত হন মাঠে এবং মাঠের বাইরে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version