Home খেলাধুলো প্যারিস অলিম্পিকসে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন মনু ভাকের

প্যারিস অলিম্পিকসে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন মনু ভাকের

ব্রোঞ্জ পেলেন মনু ভাকের। ছবি India at Paris 2024 Olympics ‘X’ handle থেকে নেওয়া।

প্যারিস: ক্রমশ শেষের পথে এগিয়ে চলেছে প্যারিস অলিম্পিকস। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে উঠেছে তিনটি পদক, যার মধ্যে দু’টি পদকই জিতেছেন দেশের মহিলা শুটার মনু ভাকের। এই সাফল্য ভেঙে দিয়েছে ১২৪ বছরের পুরানো রেকর্ড এবং মনুকে এনে দিয়েছে আরও একটি গর্বের মুহূর্ত। অলিম্পিকসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা থাকবে মনুর হাতেই।

চলতি অলিম্পিকসে শ্যুটিংয়ের হাত ধরে প্রথম পদক জিতেছে ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। অল্পের জন্য পদক জয়ের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় তাঁর। তবে জোড়া পদক জয়ের পরেই পাঞ্জাবের শ্যুটার ছুঁয়ে ফেলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নর্মান প্রিচার্ডের রেকর্ড।

এই অনন্য নজির গড়ার জন্য দেশের অলিম্পিক সংস্থা গেমসের সমাপ্তি অনুষ্ঠানের পতাকা বাহক হিসেবে মনুর নাম ঘোষণা করেছে। ইভেন্ট শেষ হয়ে গেলেও প্যারিসে রয়েছেন তিনি। সোমবার আইফেল টাওয়ারের সামনে পদক নিয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন মনু। ক্যাপশনে তিনি লিখেছেন, “স্বপ্ন পূরণ হয়েছে। তবে শেষ পদক হাতছাড়া হওয়ার যন্ত্রণা ভুলতে পারছি না।”

মনু ভাকেরের এই সাফল্য শুধু ভারতকেই গর্বিত করেনি, বরং সারা বিশ্বের কাছে ভারতীয় মহিলাদের শক্তি এবং দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছে। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version