Home খেলাধুলো অলিম্পিকসে দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদদের সঙ্গে সেলফি, কিম জং-উনের কোপে উত্তর কোরিয়ার খেলোয়াড়রা

অলিম্পিকসে দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদদের সঙ্গে সেলফি, কিম জং-উনের কোপে উত্তর কোরিয়ার খেলোয়াড়রা

২০২৪ অলিম্পিকসে উত্তর ও দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদদের একসঙ্গে সেলফি তোলার মিষ্টি মুহূর্তটি বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। কোরীয় উপদ্বীপের দুই দেশ ১৯৫০-এর দশকের যুদ্ধের পর থেকে বিভক্ত। সেই দুই দেশের ক্রীড়াবিদরা যখন একসঙ্গে সেলফি তুললেন, তা ছিল বিশ্বশান্তির এক বিরল প্রতীক। তবে, উত্তর কোরিয়ার সরকার এই ঘটনাকে নিয়ে মোটেই খুশি নয়। সূত্রের খবর অনুযায়ী, এই বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের শাস্তি দেওয়া হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের ‘বিশেষ নির্দেশিকা’ দেওয়া হয়েছিল যাতে তাঁরা অলিম্পিকের সময় দক্ষিণ কোরিয়ার বা অন্য কোনও বিদেশি ক্রীড়াবিদের সঙ্গে যোগাযোগ না করেন। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির হুমকিও দেওয়া হয়েছিল।

বর্তমানে সরকারের নজরে রয়েছেন উত্তর কোরিয়ার ক্রীড়াবিদ কিম কুম-ইয়ং। যিনি দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদদের সঙ্গে একটি জয়ের ছবিতে হাসিমুখে রয়েছেন। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে শত্রু দেশ হিসেবে দেখে। একইভাবে, উত্তর কোরিয়ার টেবিল টেনিস খেলোয়াড় রি জং-সিকও চিনা সোনা জয়ী এবং দক্ষিণ কোরিয়ার ব্রোঞ্জ পদক বিজয়ীদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে হাসিছিলেন। সে কারণে তিনি সমস্যার সম্মুখীন হতে পারেন।

১৫ আগস্ট দেশে ফিরে আসার পর, উত্তর কোরিয়ার দলটিকে ‘অ-সমাজতান্ত্রিক’ প্রভাব মুছে ফেলার উদ্দেশ্যে এক মাসের ‘পরিশুদ্ধি’ প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। এই আদর্শগত ‘পরিশুদ্ধি’ প্রক্রিয়া তিনটি ধাপে উত্তর কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

যেসব ক্রীড়াবিদ কেন্দ্রীয় দলের নির্দেশ অমান্য করেছেন, তারা শাস্তির সম্মুখীন হতে পারেন, তবে শাস্তির প্রকৃত ধরন এখনও স্পষ্ট নয়। উত্তর কোরিয়া, যা আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে পরিচিত, একটি অত্যন্ত কেন্দ্রীভূত একনায়কতন্ত্রের অধীনে পরিচালিত। দেশটি কিম পরিবারের অধীনে ১৯৪৮ সাল থেকে শাসিত হচ্ছে এবং বর্তমানে কিম জং-উন ক্ষমতায় রয়েছেন।

এবারের অলিম্পিকে মিশ্র ডাবলস টেবিল টেনিস ইভেন্টে দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ এবং উত্তর কোরিয়া রুপো জিতেছে, আর চিন সোনা পেয়েছে। পদক প্রদান অনুষ্ঠানের পর দক্ষিণ কোরিয়ার লিম জং-হুন উত্তর কোরিয়ার রি জং-সিক এবং কিম কুম-ইয়ং, দক্ষিণ কোরিয়ার শিন ইউ-বিন, এবং চিনের বিজয়ী জুটি ওয়াং চু-কিন ও সুন ইং-শার সঙ্গে একটি গ্রুপ ফটো তোলেন। এই ফটোটি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, কারণ এটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদদের মধ্যে একতার প্রতীক হিসেবে দেখা হয়।

এই মুহূর্তটি আরও গুরুত্বপূর্ণ কারণ এটি ২০১৬ সালের পর থেকে প্রথমবার উত্তর কোরিয়া অলিম্পিক মঞ্চে পদক পেয়েছে, কারণ তারা কোভিড-১৯ মহামারীর কারণে টোকিও অলিম্পিকে অংশ নেয়নি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version