Home খেলাধুলো এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

সান্দাকফু থেকে কলকাতা পর্যন্ত প্রায় ৭০০ কিলোমিটার পথ ১৪ দিনে অতিক্রম করবেন প্রতিযোগীরা।

সান্দাকফু থেকে শুরু হল ট্রেকিং।

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন প্রতিযোগিতার আয়োজন করেছে। গত ৪ নভেম্বর দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরের দিন অর্থাৎ ৫ নভেম্বর সান্দাকফু থেকে ট্রেকিংপর্বের সূচনা করা হয়।

মঙ্গলবার হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (এইচএমআই, HMI) প্রিন্সিপাল কর্নেল রজনীশ জোশী বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এইচএমআই-তে এই প্রতিযোগিতার ফ্ল্যাগ অফ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার’ (অর্জুন পুরস্কারের সমতুল) সম্মানে সম্মানিত তাপস চৌধুরী, বিশিষ্ঠ পর্বতারোহী তথা এভারেস্টার মলয় মুখোপাধ্যায়-সহ গুণী জনেরা।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন দার্জিলিঙের এইচএমআই-তে।

বিভিন্ন বিভাগে পৃথক পৃথক দলে পুরুষ এবং মহিলা বিভাগের প্রতিযোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সান্দাকফু থেকে কলকাতা পর্যন্ত প্রায় ৭০০ কিলোমিটার পথ ১৪ দিনে অতিক্রম করবেন প্রতিযোগীরা। অংশগ্রহণকারীরা পাঁচটি খেলায় যোগ দেবেন — ট্রেকিং, র‍্যাফটিং, কায়াকিং, রোয়িং এবং সেইলিং। সেইলিংয়ের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হবে ১৭ নভেম্বর কলকাতার বাবুঘাটে সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে কলকাতার সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট বিভিন্ন জলবাহিত বিপর্যয়ের মোকাবিলা এবং তৎসংক্রান্ত প্রশিক্ষণ দেশের বিভিন্ন সংস্থা-সহ সাধারণ মানুষকে দিয়ে আসছে। পাশাপশি বিভিন্ন নৌ অভিযান এবং জলক্রীড়া বিষয়ক প্রতিযোগিতারও আয়োজন করে থাকে এই সংস্থা। তার মধ্যে বিগত কয়েক বছর ধরে তাদের এই পাঁচ ইভেন্টের পেন্টাথেলন প্রতিযোগিতা যুব সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে।

ছবি: সংগৃহীত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version