হ্যাংঝাউ: রবিবার এশিয়ান গেমসের টেবিল টেনিস কোর্টে ইতিহাস সৃষ্টি করা সুতীর্থা মুখার্জি আর ঐহিকা মুখার্জিকে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল। সোমবার তাঁরা সেমিফাইনালে হেরে গেলেন উত্তর কোরিয়ার সুয়ং চা এবং সুগইয়ং পাকের কাছে।
সেমিফাইনালে হেরে গেলেও ভারতের কাছে সুতীর্থা-ঐহিকার ব্রোঞ্জ পাওয়াটাই ইতিহাস হয়ে রইল কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে হারানোর কারণে।
সাত গেমে নিষ্পত্তি
সোমবার সেমিফাইনালের লড়াই মারাত্মক হাড্ডাহাড্ডি হয়। অপ্রত্যাশিত ভাবে সাত সেটের লড়াইয়ে জয়-পরাজয়ের নিষ্পত্তি হয়। খেলার ফল উত্তর কোরিয়ার পক্ষে ৭-১১, ১১-৮, ৭-১১, ১১-৮, ১১-৯, ৫-১১ ও ১১-২।
প্রথম গেম সুতীর্থা-ঐহিকা জেতেন ১১-৭ পয়েন্টে। পরের গেম ১১-৮ পয়েন্টে জিতে ম্যাচে সমতা ফেরান চা-পাক জুটি। তৃতীয় গেমে ফের জয় ছিনিয়ে নেন সুতীর্থা-ঐহিকা। সেটের ফল ১১-৭।
১১-৮ ও ১১-৯ পয়েন্টে পর পর দুটি গেম জিতে কিছুটা সুবিধাজনক জায়গায় চলে যায় চা-পাক জুটি। ষষ্ঠ গেম কোরীয় জুটি জিতে গেলে সপ্তম গেম খেলার প্রয়োজন পড়ত না। কিন্তু ষষ্ঠ গেমে দুর্দান্ত ভাবে ফিরে আসেন সুতীর্থা-ঐহিকা। ১১-৫ পয়েন্টে কোরীয় জুটিকে হারিয়ে ম্যাচে ৩-৩ ফল করে সমতা ফেরান তাঁরা।
কিন্তু শেষরক্ষা হল না সুতীর্থা-ঐহিকার। শেষ গেমে তাঁরা সহজেই হার মেনে নিলেন কোরীয় জুটির কাছে। ফল ২-১১। শেষ পর্যন্ত ৭-১১, ১১-৮, ৭-১১, ১১-৮, ১১-৯, ৫-১১ ও ১১-২ ফলে ম্যাচ জিতে ফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটির মুখোমুখি হলেন চা-পাক।
আরও পড়ুন
এশিয়ান গেমস ২০২৩: এক দিনে ১৫টি পদক, এশিয়াডে ইতিহাস ভারতের