খবর অনলাইন ডেস্ক: আশা পূরণ হল স্বপ্নিল কুসালের। আন্তর্জাতিক মঞ্চে পদক জয়ের আশা। এর আগে দু’বার ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। ২০২২-এ শুটিং-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপস এবং এশিয়ান গেমস থেকে। আর খালি হাতে ফিরতে হল না। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে স্বপ্নিল কুসালে ব্রোঞ্জ পদক জিতলেন। স্বপ্নিল পদক জেতায় অর্জুন বাবুতার অল্পের জন্য পদক না জেতার দুঃখ কিছুটা ঘুচল ভারতের।
এই নিয়ে এবারের অলিম্পিক্স থেকে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত ৩টি পদক এল। ৩টিই ব্রোঞ্জ এবং ৩টিই এল শুটিং থেকে। প্রথম পদকটি আনেন মনু ভাকের, দ্বিতীয়টি মনু ভাকের এবং সরবজোত সিংয়ের জুটি। তিন নম্বর পদক আনলেন স্বপ্নিল কুসালে।
কীভাবে এল ব্রোঞ্জ
ভারতীয় সময় দুপুর ১টার একটু আগে শুরু হয় প্রতিযোগিতা। প্রথম সিরিজে ৫০.৮ পেয়ে ইউক্রেনের কুলিশের সঙ্গে ষষ্ঠ স্থানে থাকেন স্বপ্নিল।
দ্বিতীয় সিরিজে স্বপ্নিলের স্কোর ৫০.৯। মোট দাঁড়ায় ১০১.৭। অবস্থান অপরিবর্তিতই থাকে।
তৃতীয় সিরিজে স্বপ্নিলের স্কোর ৫১.৬। প্রথম পর্যায়ের পর অবস্থান একই থাকল স্বপ্নিলের। মোট স্কোর ১৫৩.৩।
শুরু হল প্রোন। প্রোনের প্রথম সিরিজে স্বপ্নিলের স্কোর ৫২.৭। মোট স্কোর ২০৬।
প্রোনের দ্বিতীয় সিরিজে ৫২.২ পয়েন্ট স্কোর করে স্বপ্নিলের মোট স্কোর দাঁড়াল ২৫৮.২। এক ধাপ উঠে স্বপ্নিল এলেন পঞ্চম স্থানে।
প্রোনের দ্বিতীয় সিরিজে স্বপ্নিল পেলেন ৫১.৯। মোট হল ৩১০.১। রইলেন সেই পঞ্চম স্থানে। ইতিমধ্যে নরওয়ের হেরমান (৩১২.১) রয়েছেন শীর্ষে। চিনের লিউ (৩১১.৫) দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে ইউক্রেনের কুলিশ (৩১১.১) এবং চতুর্থ স্থানে চেক রিপাবলিকের জিরি (৩১১)।
স্ট্যান্ডিং পজিশনের সিরিজ ১-এ ৫১.১ এবং সিরিজ ২-এ ৫০.৪ পেয়ে স্বপ্নিলের মোট স্কোর দাঁড়াল ৪১১.৬। উঠে এলেন তৃতীয় স্থানে।
শুরু হল এলিমিনেশন রাউন্ড। স্বপ্নিলের স্কোর ১০.৪। বেরিয়ে গেলেন ফ্রান্সের ক্রিজ।
এবার স্বপ্নিলের স্কোর ৯.৪। তৃতীয় স্থানেই থাকলেন। বেরিয়ে গেলেন নরওয়ের হেরমান।
এবার স্বপ্নিলের স্কোর ৯.৯। তৃতীয় স্থানেই থাকলেন। বেরিয়ে গেলেন চেক রিপাবলিকের জিরি।
এর পর ১০ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন। তাঁর মোট স্কোর ৪৫১.৪। প্রথম হলেন চিনের লিউ ৪৬৩.৬ স্কোর করে। দ্বিতীয় হলেন ইউক্রেনের কুলিশ। তাঁর মোট স্কোর ৪৬১.৩।
আরও পড়ুন