Home খেলাধুলো ‘আমি লড়াই ছাড়ছি না, কারণ আমি লড়তে জানি!’ হাসপাতালের বিছানায় শুয়ে বললেন...

‘আমি লড়াই ছাড়ছি না, কারণ আমি লড়তে জানি!’ হাসপাতালের বিছানায় শুয়ে বললেন বিনোদ কাম্বলি

বিনোদ কাম্বলি
বিনোদ কাম্বলি

ভারতীয় ক্রি!!কেট দলের প্রাক্তন তারকা বিনোদ কাম্বলি এখনও পুরোপুরি সুস্থ নন, তবে আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকা কাম্বলি আশা করছেন যে, দু’-এক দিনের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। নিজের শারীরিক অবস্থার মধ্যেও সমর্থকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাম্বলি সমর্থকদের মদ্যপান এড়িয়ে চলার আহ্বান জানান। বড়দিন এবং নববর্ষের আগে সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, “জীবন উপভোগ করুন, কিন্তু সীমারেখা মেনে। মাতাল হয়ে এমন কিছু করবেন না যা আপনার মা-বাবা পছন্দ করবেন না।”

কাম্বলি কিছু দিন আগেই জানিয়েছিলেন যে তিনি এখন আর মদ্যপান করেন না। তাঁর মদ্যপানের অভ্যাসই এক সময় তাঁকে ভারতীয় ক্রিকেট দল থেকে ছিটকে দিয়েছিল। তবে এবার তাঁর শারীরিক সমস্যা মূত্রনালির সংক্রমণ এবং মাথায় রক্ত জমাট বাঁধার কারণে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

কাম্বলি বলেন, “এখন অনেকটা ভালো আছি। আমি ক্রিকেটকে কখনও ভুলব না। এখনও মনে আছে ক’টা শতরান আর দ্বিশতরান করেছি। কয়েক দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাব।” কথা বলার সময় তাঁর মুখ বার বার বেঁকে যাচ্ছিল, যা স্পষ্টতই তাঁর অসুস্থতার চিহ্ন। তবে মুখে হাসি ধরে রেখেছেন কাম্বলি। তিনি বলেন, “আমি লড়াই ছাড়ছি না। কারণ আমি লড়তে জানি।”

হাসপাতালের বিছানায় শুয়েই কাম্বলিকে গান গাইতে শোনা যায়। সমর্থকদের অনুপ্রেরণা দিতে এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব দেখাতে তিনি সব সময় প্রস্তুত। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version