Home প্রযুক্তি মাইক্রোসফ্‌ট এজ ওয়েব ব্রাউজারে জুড়ল নতুন ফিচার, এখন সহজেই তৈরি করা যাবে...

মাইক্রোসফ্‌ট এজ ওয়েব ব্রাউজারে জুড়ল নতুন ফিচার, এখন সহজেই তৈরি করা যাবে কাল্পনিক ছবি

0

এজ ওয়েব ব্রাউজার (Edge web browser) ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার চালু করেছে মাইক্রোসফ্‌ট (Microsoft)। এর সাহায্যে, আপনি যে কোনো কাল্পনিক ছবি তৈরি করতে পারবেন সহজেই।

মাইক্রোসফ্‌ট ঘোষণা করেছে, তার OpenAI এর DALL-E-চালিত AI ইমেজ জেনারেটর এখন বিশ্বজুড়ে এজ ব্যবহারকারীদের জন্য ডেস্কটপে পাওয়া যাবে। গত মাসে নতুন বিং এবং এজ প্রিভিউতে এই ফিচারটি চালু করেছে মাইক্রোসফ্‌ট।

কী কাজে লাগবে?

নতুন ফিচারটি কার্যত ম্যাজিকের মতোই কাজ করে। ইমেজ ক্রিয়েটর ব্যবহারকারীরা যে ছবি দেখতে চান নিজস্ব শব্দ ব্যবহার করে শুধুমাত্র তার বর্ণনা দিয়ে একটি ছবি তৈরি করতে পারবেন। সংস্থা বলেছে, এই ফিচারটি আপনাকে এমন ছবি তৈরি করতে সাহায্য করবে, যা এখনও কেউ করেনি।

একটি ব্লগপোস্টে মাইক্রোসফ্‌ট জানিয়েছে, আপনার যদি কখনও একটি সোশ্যাল পোস্ট বা এমনকি একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার জন্য খুব নির্দিষ্ট ভিজ্যুয়ালের প্রয়োজন হয়, তা হলে ইমেজ ক্রিয়েটর আপনাকে সাহায্য করবে। প্রকৃতপক্ষে আপনার যেটা প্রয়োজন, সেটা খুঁজে পেতে সাহায্য করবে।

কী ভাবে ব্যবহার করবেন?

ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে শুধুমাত্র নিজের ব্রাউজারের ডানদিকে সাইডবারে নেভিগেট করতে হবে। এর পরে ইমেজ ক্রিয়েটর আইকনে ক্লিক করে, নিজের চাহিদার কথা লিখুন। এর জন্য শব্দচয়ন করতে চারটি ভিন্ন ইমেজ অপশন দেখতে পাবেন।

নিজের প্রয়োজন অনুসারে একটি সিলেক্ট করার পরে, এটা ডাউনলোড করা যাবে। এটা নিজের ডকুমেন্টে রাখা যাবে অথবা এখান থেকেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। সংস্থা জানিয়েছে, মাইক্রোসফ্‌ট এজ (Microsoft Edge)-এ প্রথম বার ইমেজ ক্রিয়েটর ব্যবহার করার সময়, ব্যবহারকারীকে ‘+’ আইকনে ক্লিক করে এবং ইমেজ ক্রিয়েটরের জন্য টগল কী চালু করে এজ সাইডবারে এটি এনাবল করতে হবে।

আরও পড়ুন: প্যান কার্ড-আধার কার্ড লিঙ্ক কি সকলের জন্য বাধ্যতামূলক?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version