Home প্রযুক্তি ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

0
Pulse-Fi

বাড়িতে অনেকেই ওয়াইফাই ব্যবহার করেন। এর সাহায্যে ইন্টারনেট ব্যবহার সহজ হয়। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করা যায়। কিন্তু এবার ওয়াইফাইয়ের রাউটারের মাধ্যমে হৃৎস্পন্দনের ওঠানামা বোঝা যাবে।

আমেরিকার সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা মিলে এমনই এক সিস্টেম তৈরি করেছেন যার মাধ্যমে ওয়্যারলেস সিগনালকে মেডিক্যাল টুল হিসাবে ব্যবহার করা যায়। গবেষণায় দেখা গেছে, স্মার্টওয়াচ, চেস্ট স্ট্র্যাপ বা হসপিটাল মনিটর ছাড়া সাধারণ ওয়াইফাই ট্রান্সমিটার ও রিসিভারের সাহায্যে হৃৎস্পন্দনের ওঠানামা বোঝা সম্ভব। এই প্রযুক্তির নাম Pulse-Fi। মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে ওয়াইফাই সিগনাল বিশ্লেষণ করা যাবে।

ব্যাকগ্রাউন্ড নয়েজকে পৃথক করে হৃৎস্পন্দনের সামান্য ওঠানামাও বোঝা সম্ভব সিস্টেমের মাধ্যমে। ১১৮ জনের ওপর গবেষণা চালানো হয়। ৫ সেকেন্ড সিগনাল প্রসেস করে Pulse-Fi হৃৎস্পন্দনের হার নিখুঁত ভাবে বিশ্লেষণ করতে পারে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক কাটিয়া ওব্রাকজকা ও পিএইচডি গবেষক নয়ন ভাটিয়া মিলে গবেষণা চালান। তাঁরা ইএসপি৩২ চিপস ও র্যাসপবেরি পিআই বোর্ড ব্যবহার করেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লাইব্রেরিতে গবেষণা চালানো হয়।

আরও পড়ুন: বর্জ্য নয়, সম্পদ! রান্নাঘরের ময়লা থেকে ৪৮ ঘণ্টায় মাটি বানাচ্ছে বেঙ্গালুরুর স্টার্ট-আপের এআই যন্ত্র

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version