অনেক সময় পুরনো বা বন্ধ মোবাইল নম্বর আধার কার্ডে লিঙ্ক করা থাকে, যার ফলে ওটিপি পাওয়া যায় না। এরকম পরিস্থিতি এড়াতে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করা প্রয়োজন। UIDAI-এর মাধ্যমে এটি সহজেই করা যায়। নিচে ধাপে ধাপে পদ্ধতি দেওয়া হল-
UIDAI-এর ওয়েবসাইটে যান:
প্রথমে UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে যান।
অ্যাপয়েন্টমেন্ট বুক করুন:
হোমপেজে ‘Get Aadhaar’-এ ক্লিক করে ‘Book Appointment’ অপশনটি সিলেক্ট করুন। পরবর্তী পেজে আপনার শহরের নাম লিখুন বা শহরের তালিকায় নাম না থাকলে ‘Others’ সিলেক্ট করুন।
মোবাইল নম্বর এবং ক্যাপচা দিন:
মোবাইল নম্বর এবং ক্যাপচা পূরণ করুন, এরপর ‘Generate OTP’ বাটনে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড নম্বরে একটি ওটিপি আসবে।
আধারের তথ্য দিন:
নতুন পেজে, আপনার আধার নম্বর, পুরো নাম, আবেদন যাচাইয়ের ধরন, শহরের নাম এবং পছন্দের আধার সেবা কেন্দ্র নির্বাচন করুন।
মোবাইল নম্বর আপডেট সিলেক্ট করুন:
‘Choose the Service’ বিভাগে গিয়ে ‘Mobile Number Update’ অপশন সিলেক্ট করুন।
অ্যাপয়েন্টমেন্ট বুক করুন:
পছন্দমতো দিন ও সময় নির্বাচন করে ফর্মটি জমা দিন।
পেমেন্ট করুন:
ফর্ম জমা দেওয়ার পর পেমেন্ট পেজে গিয়ে ৫০ টাকা ফি পরিশোধ করুন।
আধার আপডেট ট্র্যাক করুন:
পেমেন্ট সফল হলে আপনাকে একটি Update Request Number (URN) দেওয়া হবে। এর মাধ্যমে আপডেটের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
এভাবে সহজেই আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করা সম্ভব।